প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৭:২৪ PM
আগামী ২১ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। এই আসরে ল্যাটিন আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার ছয়টি দেশ অংশ নিচ্ছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। এরই মধ্যে দল ঘোষণা করেছে বেশকিছু দল। এই আসরকে সামনে রেখে নতুন নিয়মের অনুমোদন দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আসছে কোপায় কনকাশন বদলির নিয়ম চালু করেছে কনমেবল।
আর এই নিয়মের ব্যবহারের জন্য রেফারিদের কাছে থাকবে গোলাপী কার্ড। গত মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায় কনমেবল। ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অনুমোদিত পাঁচটি বদলির জায়গায় দলগুলো আসছে আসরে মোট ছয় জন বদলি নামাতে পারবে। এজন্য রেফারি বা চতুর্থ অফিসিয়ালকে অবহিত করতে হবে এবং একটি গোলাপী কার্ড ব্যবহার করা হবে।
আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। অতিরিক্ত বদলি নামানোর এই নিয়ম আগামীতে দেখা যাবে কনমেবলের আয়োজিত অন্যান্য টুর্নামেন্টেও।
২০২৪ কোপা আমেরিকার গ্রুপ পর্ব
এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা।
বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা।
সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা