শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
 
শিরোনাম: ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী       মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আগামীকাল       মেট্রোরেল কবে চালু হবে বলা যাচ্ছে না: সেতুমন্ত্রী       আজ ঢাকাসহ ৪ জেলায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল       ঢাকা-বরিশাল রুটে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু       অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী       আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী      


চাপের কারণেই টি-টোয়েন্টি বেশি উপভোগ করেন মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ মে, ২০২৪, ৬:০৮ PM

২০২২ সালের জুনে শেষবারের মতো টেস্ট খেলতে দেখা যায় মুস্তাফিজকে। এই ফরম্যাটে অবসর না নিলেও আর দেখা যায় না তাকে। ওয়ানডে ক্রিকেটে অবশ্য নিয়মিতই খেলেন এই পেসার। তবে মুস্তাফিজের পছন্দ টি-টোয়েন্টি ফরম্যাট। এমনটায় জানা যায় আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায়।  

দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনিতেই চাপে থাকেন বোলাররা, বিশ্বকাপের মঞ্চে যা বেড়ে যায় আরও। তবে মুস্তাফিজুর রহমানের কাছে ব্যাপারটা ভিন্ন। বাঁহাতি এই পেসার বলেছেন, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই চাপটাই তার ভালো লাগে। বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে মুস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলা তো গর্বের বিষয়। আর আমি সবসময় উপভোগ করি খেলাটা। আর আমি টি-টোয়েন্টিটা খুব এনজয় করি। কারণ এই ফরম্যাটে বেশি চাপ। এই কারণেই বোধহয় ভালো লাগে আমার। এই চাপটায় আমি এনজয় করি।’

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। আইসিসির ইভেন্টগুলোতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। সেই দলে খেলা হয়েছে মুস্তাফিজেরও। এ ছাড়া অন্য কোনো আসরে বলার মতো পারফরম্যান্স করেনি লাল সবুজের দল। সম্প্রতি মুস্তাফিজ বলেন, ‘ভালো করার তো শেষ নাই। চেষ্টা করব আগে যা করেছি, সেটা থেকে আরও ভালো করার। আমার মনে হয় বড় প্লেয়ার যে সময় হয়, সে বড় ইভেন্টগুলো জিতে, বড় ট্রফি জিতে। সে সময় বড় প্লেয়ার বলা হয়। এই আক্ষেপ তো সবসময় রয়ে গেছে।’







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com