শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
 
শিরোনাম: ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী       মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আগামীকাল       মেট্রোরেল কবে চালু হবে বলা যাচ্ছে না: সেতুমন্ত্রী       আজ ঢাকাসহ ৪ জেলায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল       ঢাকা-বরিশাল রুটে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু       অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী       আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী      


রিয়াদকে নিয়ে হাথুরু-শান্তর কণ্ঠে ঝরলো প্রশংসা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৬:৩৩ PM

২০২২ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির পর মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন যোগ হয়ে গিয়েছিল। আর জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলা হবে রিয়াদের? সেই বিশ্বকাপে দর্শক হয়েই ছিলেন। বাদ পড়েছিলেন ওয়ানডে দল থেকেও। এরপরের সময়টা ৩৭ বছর বয়সি রিয়াদের নিঃসঙ্গ লড়াইয়ের। নিজেকে ঘষেমেজে ওয়ানডে বিশ্বকাপের আগে ফের দলে ফেরেন। এরপর বিশ্বকাপ, বিপিএল হয়ে ফের জাতীয় দলে টি-টোয়েন্টিতে রিয়াদের প্রত্যাবর্তন। তার ব্যাট হাসছে সঙ্গে টি-টোয়েন্টিতে স্টাইক রেটও বেড়েছে রিয়াদের। যা নিয়ে বিসিবি সভাপতি থেকে শুরু করে কোচরা শুনাচ্ছেন বাহ বাহ। 

আজ বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিয়াদের প্রশাংসা করে হাথুরুসিংহে বলেন, দেরিতে হলেও নিজের সেরা ক্রিকেটটা এখন খেলছেন রিয়াদ। হাথুরুসিংহে বলেন, 'রিয়াদ দুর্দান্ত কামব্যাক করেছে। কিছুটা দেরি হলেও সে এখন নিজের সেরা ক্রিকেট খেলছে। ব্যাটিং এপ্রোচে অনেক পরিবর্তন এনেছে, এ মুহূর্তে দারুণ ফর্মে আছে। মিডল অর্ডারে তার ভূমিকা কেমন হচ্ছে, ফিনিশার হিসেবে ভূমিকা কেমন হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যেটা ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাট থেকে শুরু করে সবখানেই দারুণভাবে করে আসছে।'

তরুণদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা রিয়াদ ভাই। এ নিয়ে শান্ত  বলেন, 'রিয়াদ ভাই যেভাবে ফিরে এলেন, এবং সবথেকে বড় কথা উনি এখন যেভাবে খেলছে। উনার যে দায়িত্ব আছে, তা যেভাবে তিনি পালন করছেন, দল অনেক দূরে এগিয়ে যাচ্ছে। ৫, ৬ নাম্বারে ব্যাটিং করছেন। ফিনিশিংয়ের দায়িত্ব পালন করছেন, এটা অবশ্যই আমাদের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো স্কোর দাঁড় করাব। তরুণদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা, যে কীভাবে এরকম একটা পরিস্থিতি থেকে ফিরে আসা যায়।'

শান্তদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে সকাল সাড়ে ৬টায়। ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ দক্ষীন আফ্রিকা। এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। দুটি ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে খেলবে বাংলাদেশ।
গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে খেলবে বাংলাদেশ। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। এই ম্যাচটি শুরুর সময় বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com