শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
 
শিরোনাম: ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী       মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আগামীকাল       মেট্রোরেল কবে চালু হবে বলা যাচ্ছে না: সেতুমন্ত্রী       আজ ঢাকাসহ ৪ জেলায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল       ঢাকা-বরিশাল রুটে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু       অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী       আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী      


যাওয়ার আগে ফ্রান্সসেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১:২১ PM


গত সপ্তাহে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। গত রোববার ঘরের মাঠ প্রিন্সেস দ্য পার্কে নিজের শেষ ম্যাচও খেলে ফেলেছেন। এদিন গোল পেলেও দলকে জেতাতে পারেননি বিশ্বকাপজয়ী এই তারকা। তুলুজের কাছে ৩-১ গোলে হেরেছে তারা। ফরাসি জায়ান্টদের হয়ে ৭ মৌসুম খেলেছেন এমবাপ্পে। লম্বা এই সময়ে পিএসজিকে অনেক কিছুই দিয়েছেন তিনি। এবার প্যারিস ছাড়ার আগে বড় স্বীকৃতিও পেলেন তিনি। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এমবাপ্পে।

সোমবার (১৩ মে) প্যারিসের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেওয়া হয়। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেছেন তিনি। আর এ নিয়ে টানা পঞ্চমবার এই পুরস্কার এমবাপ্পে। এদিকে কোথায় যাবেন, সেটা এখনও না বললেও ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন তিনি। অন্যদিকে পিএসজি ছাড়া ঘোষণা দিলে এখনও মৌসুম শেষ হয়নি। এখনও চলতি মৌসুমে ৩ ম্যাচ বাকি পিএসজির। এর মধ্যে লিগ ওয়ানে দুটি ম্যাচ আর ২৫ মে ফ্রান্স কাপের ফাইনাল। এসব ম্যাচে এমবাপ্পেকে পাওয়ার প্রত্যাশায় কোচ এনরিক।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com