প্রকাশ: রবিবার, ১২ মে, ২০২৪, ৫:১৫ PM
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১২ মে) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।
প্রকাশিত ফলাফলে দেশসেরা হয়েছে, নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল। স্কুলটির শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। একই সঙ্গে ২৮৫ জন শিক্ষার্থীর ২৮৪ জনই জিপিএ-৫ পেয়েছেন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল। প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৮ জনই জিপিএ-৫ পেয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানীর হলি ক্রস গার্লস হাইস্কুল। ২৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৫ জনই জিপিএ-৫ পেয়েছেন। তবে স্কুলটির সবাই পাস করতে পারেননি। পাসের হার ৯৯ দশমিক ৫৭ শতাংশ।
চতুর্থ অবস্থানে রয়েছে শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল। শতভাগ পাসের পাশাপাশি স্কুলটির ৬৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৯৯ জন। পঞ্চম অবস্থানে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল। ৭৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬২২ জন, এবং স্কুলটির পাসের হার শতভাগ। ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল। ৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০৫ জন, এবং স্কুলটির শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
সপ্তম অবস্থানে রয়েছে ভিকারুননিসা নুন স্কুল। ২ হাজার ১৯৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫২৮ জন। অকৃতকার্য হয়েছে ৩৪ জন, পাসের হার ৯৮ দশমিক ৪৫ শতাংশ। অষ্টম অবস্থানে রয়েছে সেন্ট জোসেফ হাইস্কুল। ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৩৮ জন, এবং স্কুলটির পাসের হার শতভাগ। নবম অবস্থানে রয়েছে সেন্ট গ্রেগরি হাইস্কুল। ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫৯ জন, এবং প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ। দশম অবস্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল। ২ হাজার ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৫৬ জন, এবং স্কুলটির পাসের হার ৯৯ দশমিক ৫৯ শতাংশ।