শিরোনাম: |
মাত্র ছয় মাস বয়সেই মিডিয়ায় যাত্রা শুরু প্রখ্যাত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মিত ও আর টিভিতে প্রচারিত কালা কইতর ধারাবাহিক নাটকের মাধ্যমে, তখন তার বয়স মাত্র ৬ মাস। এরপর বিভিন্ন সময় বিভিন্ন টিভিতে পাঁচটি ধারাবাহিক, ৩৮ টি একক নাটক ও ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি ওয়েব সিরিজ এ অভিনয় করে দর্শক ও নির্মাতাদের আস্থা কুড়িয়েছে। আজ ১১ মে অর্পা ১৮ বছরে পা রাখতে চলেছে।
একাদশ শ্রেণিতে পড়ুয়া অর্পা স্বনামধন্য অভিনেতা ও উপস্থাপক শফিউল আলম বাবু এবং অভিনেত্রী নাবিলা আলম পলিন এর সুযোগ্য কন্যা, অভিনয় ও সংগীত শিল্পী ঈশরাক আফ্রিদ অন্তিক এর বোন। মানে পুরো পরিবারই অভিনয় শিল্পী পরিবার। শিশু শিল্পী হিসেবে অর্পা যেমন সকলের প্রশংসা কুড়িয়েছে, একইভাবে বড় হয়েও সে সকলের আস্থার জায়গায় বিচরন করতে পারবে। জন্মদিনের এইক্ষনে পত্রিকার পক্ষ থেকে শুভাশিস রইলো।