শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
 
শিরোনাম: ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী       মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আগামীকাল       মেট্রোরেল কবে চালু হবে বলা যাচ্ছে না: সেতুমন্ত্রী       আজ ঢাকাসহ ৪ জেলায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল       ঢাকা-বরিশাল রুটে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু       অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী       আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী      


বিজিবিএ নির্বাচনে ‘ক্রেতা পরিষদের’ প্যানেল পরিচিতি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৭ PM

বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে সদস্যদের জন্য প্যানেল পরিচিতি আয়োজন করেছেন নির্বাচনে অংশ নেওয়া ‘ক্রেতা পরিষদ’। গত  বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার হোটেল লা মেরিডিয়ানে এই প্রথম প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ক্রেতা পরিষদ জানায়, অনুষ্ঠিত প্রথম প্যানেল পরিচিতি সভায় আসন্ন বিজিবিএ নির্বাচনে বায়ার্স কাউন্সিলের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। 'আমরা ঐক্যবদ্ধ, আমরা শক্তিশালী ' স্লোগান নিয়ে বিজিবিএ'র নির্বাচনে অংশ নিচ্ছে ক্রেতা পরিষদ। 

ক্রেতা পরিষদ প্যানেলের প্যানেল লিডার হচ্ছেন টোটাল এপারেলসের সিইও ও বিজিবিএ’র সাবেক সভাপতি কাজী ইফতেখার হোসেন। এই প্যানেলে আরও আছেন , সিটি অ্যাপারেল টেক্স কো.-এর সিইও আমিনুল ইসলাম,  ক্লথস আর ইউএস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস কিয়াও সেইন থায় ডলি , ডঙ্গি সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মোফাজ্জল হোসেন পাভেল, স্টার্টটেক্সের সিইও কাজী আরমানুল হক, ক্লেইডার ফ্যাশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, ভেরো স্টাইল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিবুল হাসান, কিউই ফ্যাশনের পার্টনার এমদাদ উল হক নিয়াজী, ম্যাম বাংলাদেশের সত্ত্বাধিকারী আব্দুল মান্নান, তুরিন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান, পিকিউএস ডিজাইনের ম্যানেজিং ডিরেক্টর কায়েস আহমেদ চৌধুরী সাগর, এনটুএন সোর্সিং লিমিটেডের চেয়ারম্যান শাগুফতা নেওয়াজ, লেনক্স ফ্যাশন বিডি’র সত্ত্বাধিকারী মনির উজ জামান, নিলিমা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক , অ্যাপারেল রিডর্স বিডি’র সত্ত্বাধিকারী  মিসেস ইসরাত জাহান, এসএমবি টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম কামরুজ্জামান, ব্রিজ সোর্সিংয়ের ম্যানেজিং পার্টনার সজিবুর রহমান, এবং , টেক্স সল্যুশন কনসালটিং বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জাকির হোসেন।







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com