প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪১ PM
ওপেন এআই উদ্ভাবিত আলোচিত চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে জেমিনি আল্ট্রা মডেল আনল সার্চ ইঞ্জিন গুগল। এর আগে প্রতিষ্ঠানটি বার্ড নামে কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করেছিল। সেই বার্ডের নাম বদলে এখন জেমিনি আল্ট্রা রাখা হয়েছে। এটিও একটি জেনারেটিভ এআই দ্বারা তৈরি চ্যাটবট। বার্ড ও জেমিনি একসঙ্গে করার সিদ্ধান্ত নেয় সার্চ ইঞ্জিন।
গুগল বার্ড এবং গুগল জেমিনির মধ্যে কোথায় পার্থক্য?
গুগল বার্ড ছিল ফ্রি, জেমিনি প্রো মডেল ব্যবহার করা হত এই চ্যাটবটে। বিনামূল্যে নানা এআই পরিষেবা পাওয়া যেত। কিন্তু, এবার থেকে তা পাওয়া যাবে না। কারণ গুগল জেমিনি হল অ্যাডভান্স জেনারেটিভ এআই মডেল। যা ব্যবহার করার জন্য পয়সা খরচ করতে হবে ব্যবহারকারীদের। তবে ফ্রিতে ব্যবহার করার সুযোগ রেখেছে গুগল।
কীভাবে গুগল জেমিনি ফ্রিতে ব্যবহার করা যাবে?
জানা গিয়েছে, জেমিনি অ্যাডভান্স প্রো মডেল ২ মাস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। এই ২ মাস কোনও টাকা খরচ করতে হবে না। জেমিনি প্রো-তে যে অ্যাডভান্স অপারেটিং সিস্টেম রয়েছে তার লাভ বিনামূল্যে তুলতে পারবেন ব্যবহারকারীরা।
জেমিনি অ্যাডভান্সের জন্য নির্দিষ্ট সাবস্ক্রিপশন রেখেছে সংস্থা। এর জন্য মাস গেলে খরচ করতে হবে প্রায় ২০০০ টাকা। পাশাপাশি গুগল অ্যাপে আইফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ এআই অ্যাসিস্ট্যান্টও আনা হয়েছে। গুগল জানিয়েছে প্রমোশনাল অফারের অধীন ২ মাস জেমিনি অ্যাডভান্স বিনামূল্যে ব্যবহার করা যাবে। এই সাবস্ক্রিপশনের নাম দেওয়া হয়েছে গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যান। যা গুগল ওয়ান থেকে কিনতে হবে ব্যবহারকারীদের।
কী কী সুবিধা পাওয়া যাবে?
যে সব ব্যবহারকারী গুগল জেমিনি অ্যাডভান্স সাবস্ক্রিপশন নেবেন তারা জেনারেটিভ এআইয়ের সুবিধা তো পাবেন, তার সঙ্গে গুগল ওয়ানের ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজও পাবেন। গুগলের দাবি অনুযায়ী, জেমিনিতে একাধিক নতুন ফিচার্স যোগ করা হয়েছে। যার নাম জেমিনি অ্যাডভান্স আলট্রা ১.০।
কোডিং, লজিক্যাল রিজনিংসহ একাধিক জটিল কাজ খুব সহজে করতে পারে জেমিনি। ব্যবহারকারীর প্রম্পট বা নির্দেশের উপর ভর করে নির্ভুল উত্তর দিতে সক্ষম জেমিনি। এই টুল আপনার গৃহশিক্ষক হিসাবেও কাজ করতে পারে।
১৫০টির বেশি দেশে ইংরেজি ভাষায় উপলব্ধ গুগল জেমিনি অ্যাডভান্স। সংস্থা জানিয়েছে, ব্যবহারকারীদের সুবিধার্থে আরও একাধিক ভাষা যোগ করা হবে প্ল্যাটফর্মে।