প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, ৬:০৬ PM
ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া টিকটকের কর্মীদের বেতন ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অনেকেরই। এত দিন চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্মপরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া গেলেও বেতনকাঠামো সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে এবার প্রতিষ্ঠানটির কর্মীদের বেতনকাঠামো ফাঁস হয়ে গেছে অনলাইনে। যুক্তরাষ্ট্রের ইউএস অফিস অব ফরেন লেবার সার্টিফিকেশন থেকে এই নথি ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিষ্ঠানটির বেশির ভাগ কর্মীই বেশ ভালো অঙ্কের টাকা আয় করেন। প্রতিষ্ঠানটিতে একজন সফটওয়্যার প্রকৌশলী বছরে গড়ে আয় করেন ২ লাখ ২২ হাজার ডলার বা ২ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা ।(প্রতি ডলারের বিনিময় হার ১১০ টাকা ধরে)।
ব্যয় ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা বছরে ৭৩ হাজার ডলার বা ৮০ লাখ ৩০ হাজার টাকা, মেশিন লার্নিং বিভাগের কর্মীরা ১ লাখ ৫৭ হাজার ডলার বা ১ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা, বিজ্ঞাপনের তথ্য পর্যালোচনা বিভাগের কর্মীরা ১ লাখ ৬০ হাজার ডলার বা ১ কোটি ৭৬ লাখ টাকা, প্রাইভেসি বিভাগের সফটওয়্যার প্রকৌশলীরা ২ লাখ ৭০ হাজার ডলার বা ২ কোটি ৯৭ লাখ টাকা আয় করেন।
ডেটা অ্যানালিস্ট এবং ডেটা প্রকৌশলীরা বছরে ১ লাখ ৬০ হাজার ডলার বা ১ কোটি ৭৬ লাখ টাকা, পণ্য ব্যবস্থাপক ২ লাখ ৪ হাজার ডলার বা ২ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা, রিসার্চ সায়েন্টিস্ট ২ লাখ ১০ হাজার ডলার বা ২ কোটি ৩১ লাখ টাকা এবং ডেটা বেজ সফটওয়্যার প্রকৌশলী ৩ লাখ ৫ হাজার ডলার বা ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা আয় করেন। জানা গেছে, গত তিন বছরে নিজেদের ই-কমার্স বিভাগ ‘শপ’ এবং ডেটা বিভাগে সবচেয়ে বেশি লোকবল নিয়োগ দিয়েছে টিকটক। শুধু তা–ই নয়, বিশ্বের বিভিন্ন দেশে টিকটকের কার্যালয় থাকলেও বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রেই আড়াই হাজারের বেশি পদে লোক নিয়োগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।