রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ওমিক্রন প্রতিরোধে সতর্কতা জরুরি
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০০ AM

করোনার নতুন ও দ্রুত ছড়াতে থাকা ধরন ওমিক্রনে দেশে আরও তিনজন সংক্রমিত হয়েছেন। গত বুধবার পর্যন্ত এ নিয়ে দেশে মোট সাতজনের ওমিক্রনে সংক্রমিত হওয়ার খবর জানা গেছে। নতুন সংক্রমিত তিনজনের মধ্যে দুজনই নারী এবং তারা সবাই রাজধানীর বনানীর বাসিন্দা। দেশে প্রথম ওমিক্রনে সংক্রমিত হন দুই নারী ক্রিকেটার। গত ১ ডিসেম্বর জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা ধরা পড়ে ৬ ডিসেম্বর। আর তারা যে ওমিক্রনেই সংক্রমিত সেটা জানা যায় ১১ ডিসেম্বর। দেশে ওমিক্রনে আক্রান্ত কারোর অবস্থাই গুরুতর নয় বলে জানা গেছে। করোনার এই নতুন ধরনটি ইতিপূর্বের সবচেয়ে ভয়াবহ ধরন ডেল্টার চেয়ে শক্তিশালী এবং তা বিশ্বব্যাপী অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে জানিয়ে এ বিষয়ে খুবই সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত ১০৬টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এমতাবস্থায় বিদেশফেরতদের স্বাস্থ্য পরীক্ষা, সংক্রমিতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। প্রতিবেশী দেশ ভারতেও ওমিক্রনের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় আকাশপথের পাশাপাশি স্থলবন্দরগুলোতেও বিধিনিষেধ জোরদার করা দরকার। স্মরণ করা যেতে পারে, করোনার ডেল্টা ধরনের সংক্রমণ শুরু হওয়ার পর দ্রুতই সংক্রমণের রেকর্ড হয়েছিল দেশে দেশে। করোনার এই নতুন ধরন ওমিক্রনের ক্ষেত্রেও একই চিত্র লক্ষ করা যাচ্ছে। ইউরোপের দেশ ফ্রান্স, ইতালি, পর্তুগাল, গ্রিস ও ইংল্যান্ডে এখন ওমিক্রন সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে। মঙ্গলবার এক দিনেই ইউরোপের দেশগুলোয় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এই পরিসংখ্যান জানিয়েছে। তাদের হিসাবে ওই সময় পর্যন্ত ইউরোপীয় দেশগুলোয় মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। তবে, তাদের মধ্যে ঠিক কতজন ওমিক্রন ধরনে সংক্রমিত হয়েছিলেন সেটা জানা যায়নি। ওয়েবসাইটটির তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এক দিনের ব্যবধানে ইউরোপীয় দেশগুলোতে সংক্রমণ দ্বিগুণ হয়েছে। গত সোমবার সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ লাখ ৫৯ হাজারের বেশি। পরদিন মঙ্গলবার তা প্রায় দ্বিগুণে পৌঁছে যায়। এদিকে, বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার ফ্রান্সে যে সংক্রমণ শনাক্ত হয়েছে, তা ইউরোপের ইতিহাসে সবচেয়ে বেশি। এর আগে এক দিনের ব্যবধানে কোনো দেশেই এত বেশি রোগী শনাক্ত হয়নি। আর ইউরোপের যে দেশগুলোয় সংক্রমণের রেকর্ড হয়েছে, সেগুলোর অন্যতম ইতালি। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার মানুষ। মারা গেছেন ১৭৫ জন। গ্রিসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার। মারা গেছেন ৬১ জন। পর্তুগালে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার। মারা গেছেন ১৯ জন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১৮ জন। তবে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইংল্যান্ডে তিনি আর নতুন করে বিধিনিষেধ আরোপ করবেন না। থার্টিফার্স্ট নাইটে সেখানে নৈশ ক্লাবগুলো খোলা থাকবে। তবে বরিস জনসনের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, বিজ্ঞানভিত্তিক যে উপদেশ দেওয়া হচ্ছে, তার থেকে দূরে সরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ইউরোপের আরেক দেশ জার্মানিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩০ হাজার। মারা গেছেন ৪৪৮ জন। স্পেনে মারা গেছেন ১১৪ জন। তবে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজারের বেশি মানুষ। এক দিনের ব্যবধানে ইউরোপ সবচেয়ে বেশি মানুষ মারা গেছে রাশিয়ায়, ৯৩৫ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতি স্পষ্টতই ইউরোপীয় দেশগুলোসহ সারা পৃথিবীর জন্যই গুরুতর সতর্কবার্তা। ইউরোপীয় এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ যোগাযোগ থাকা এবং আকাশপথ সক্রিয়া থাকায় এখনই সতর্কতামূলক পদক্ষেপ জোরদার করা দরকার। অবশ্য, ইউরোপে ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকলেও আশার বাণী শুনিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হলেও ঝুঁকি কম। এ ছাড়া যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের সেখানে অল্প দিন থাকতে হচ্ছে। কেউ যদি অমিক্রনে আক্রান্ত হন, তবে তার গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা করোনার অন্য ধরনে আক্রান্ত ব্যক্তিদের তুলনায় কম। বিশ্বজুড়ে এ নিয়ে গবেষণা চলছে। এসব গবেষণায় বলা হচ্ছে, ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা ডেলটায় আক্রান্ত ব্যক্তিদের তুলনায় ভালো। এ ছাড়া ডেলটায় আক্রান্ত ব্যক্তিদের তুলনায় ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কম।







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com