রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


মাদক নিয়ন্ত্রণ খুবই জরুরি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১২:০০ AM

সম্প্রতি দেশে বেশকিছু নতুন মাদক চালুর পাশাপাশি সেসব মাদক প্রয়োগ করে অপরাধ সংঘটনের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে বিশেষ উদ্বে^গের কারণ হয়ে উঠেছে 'মাইন্ড কন্ট্রোল ড্রাগ' বা 'মন নিয়ন্ত্রণের মাদক'। রাজধানী ঢাকায় এমন মাদক প্রয়োগ করে নাগরিকদের টাকা-পয়সা, গহনা হাতিয়ে নেওয়ার বেশ কয়েকটি ঘটনার কথাও জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের মাদক সহজলভ্য হয়ে ওঠা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। কেননা, এমন মাদক প্রয়োগের মাধ্যমে অপরাধীরা সাময়িক সময়ের জন্য যেকোনো ব্যক্তির মনের ওপর নিয়ন্ত্রণ নিয়ে তাকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিতে সক্ষম হতে পারে। গত মঙ্গলবার গণমাধ্যমে 'মাইন্ড কন্ট্রোল ড্রাগ অপরাধীদের হাতে' শিরোনামের প্রতিবেদনে অপরাধের হাতিয়ার হিসেবে এমন মাদক প্রয়োগ করার কথা তুলে ধরা হয়।  প্রতিবেদনটিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে এমন বেশকিছু ঘটনার কথা জানা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচা কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে থাকা শামছুল আলম নামে এক ব্যক্তির কাছে এসে তিন নারী তাবিজ-কবজের মাধ্যমে তার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আলাপ করতে থাকেন। এক পর্যায়ে এক টুকরো সাদা কাগজে আগুন দিয়ে শামছুল আলমের মুখের সামনে ধরলে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন এবং তার কাছে থাকা দুই হাজার টাকা তুলে দেন ওই নারীদের হাতে। একই ধরনের অভিযোগ করেন রাজধানীর তেজগাঁওয়ের মোবাইল ব্যাংকিং এজেন্ট হাসান। গণমাধ্যমককে তিনি জানান, দোকানে এসে এক ব্যক্তি ২৫ হাজার টাকা বিকাশ করার জন্য তাড়াহুড়ো করছিলেন। একপর্যায়ে ওই দোকানির হাত থেকে মোবাইল নিয়ে নম্বর টাইপ করে মোবাইল ফেরত দেওয়ার পর দোকানি বিভ্রান্ত হয়ে পড়েন এবং রকেটে টাকা পাঠানোর পাশাপাশি তিনি ক্যাশ থেকে ওই ব্যক্তির দেওয়া ২৫ হাজার টাকাও তার হাতে তুলে দেন। সম্বিৎ ফিরে পাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে তিনি ভুল বুঝতে পারেন। এ ঘটনায় গত ২ নভেম্বর হাসান তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। এই ধরনের ঘটনাবহুল পরিচিত 'অজ্ঞান পার্টি' বা 'মলম পার্টি'র অপরাধ সংঘটনের সঙ্গে মিললেও নতুন এই মন নিয়ন্ত্রণ মাদকের প্রয়োগ আরও ভয়াবহ হতে পারে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একাধিক বিশেষজ্ঞ শিক্ষক জানিয়েছেন, রাসায়নিক বা ড্রাগের সহায়তায় কোনো ব্যক্তির মনের ওপর সাময়িক নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে অন্য কেউ। তারা জানান, ইউরোপের বিভিন্ন দেশে কিছু ড্রাগের সহায়তায় অন্যকে নিয়ন্ত্রণ করে অপরাধের নজির রয়েছে। এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অনেক ধরনের রাসায়নিক কিংবা মাদক রয়েছে, যেগুলোর সহায়তায় অন্যের মন নিয়ন্ত্রণ করা যায়। যেমন ম্যাজিক মাশরুম, বিওপি, এলএসডি কিংবা ¯েড়াপোল্যামাইন। বিশেষ করে টার্গেট লোকজনকে ¯েড়াপোল্যামাইন রাসায়নিকের কিছু মাত্রা নিশ্বাসের মাধ্যমে প্রবেশ করানো সম্ভব হলে কিছুক্ষণের জন্য তিনি আÍনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এটি 'ডেভিলস ব্রেথ' বা 'শয়তানের শ্বাস' নামে পরিচিত। বাইরের দেশে অপরাধের জন্য এটি ব্যবহারের প্রচলন রয়েছে। তবে দেশে এ রাসায়নিক ব্যবহার হচ্ছে কি না তা জানা নেই বলে জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, বেশকিছু ড্রাগ রয়েছে, যেগুলোর সহায়তায় মানুষের মন নিয়ন্ত্রণ করা সম্ভব। এগুলোর সহায়তায় কোনো অপরাধ কর্মকাণ্ড হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই সতর্ক হওয়া ও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, মূলত কোনো ড্রাগের ভালো-মন্দ নির্ভর করে তার মাত্রার ওপর। এর মধ্যে ¯েড়াপোল্যামাইনের অপব্যবহার বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে গেছে। তারা আরও জানান, দেশে পরিচিত ধুতরা ফুলে ¯েড়াপোল্যামাইনের উপাদান বিদ্যমান। এ ফুলকে বিশেষ প্রক্রিয়ায় পাউডার বানিয়ে অন্যের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অকার্যকর করা সম্ভব। ধুতরা ফুলের বৈজ্ঞানিক নাম ডাটুরা স্ট্র্যামোনিয়াম। যেটিকে ডেভিলস উইট বা শয়তানের বৃক্ষও বলা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক ড. দুলাল কৃষ্ণ সাহা দেশ রূপান্তরকে বলেন, কিছু ড্রাগ নাকের কাছে নিয়ে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করানো গেলে ওই ব্যক্তিকে সম্মোহিত করে নিয়ন্ত্রণ করা যায়। এটি বৈজ্ঞানিকভাবে যেমন সত্য, তেমনি এ ধরনের অনেক মাদক ইউরোপ-আমেরিকায় ব্যবহার হচ্ছে। শঙ্কার বিষয়, এসব মাদক এখন কুরিয়ারের মাধ্যমে আমাদের দেশেও প্রবেশ করছে। তিনি আরও বলেন, ম্যাজিক মাশরুম ও বিওপি নামের মাদক আমাদের দেশ ছাড়াও প্রতিবেশী ভারতে জব্দ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন বিদেশ থেকে লেখাপড়া করে আসা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের হাত ধরেই মূলত এ ধরনের ভয়ংকর মাদক দেশে ঢুকছে।







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com