প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩২ পিএম (ভিজিট : ৩৪)
সারা দেশের অবকাঠামো উন্নয়নে এলজিইডি সব সময় অগ্রগণ্য ভূমিকা রেখে চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী জাবেদ করিম।এমনকি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। প্রকল্পের অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা একটি জরুরি বিষয়। এ ক্ষেত্রে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। গত শনিবার টাঙ্গাইল এলজিইডি ভবনে একটি আধুনিক রেস্টরুম উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, আমি টাঙ্গাইল থেকে এলজিইডিতে চাকরির যাত্রা শুরু করেছিলাম। চাকরির শেষ কর্মদিবসেও টাঙ্গাইলে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। টাঙ্গাইল একটি বৃহৎ জেলা-এখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রচুর কাজ। এখানকার কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম টাঙ্গাইল এলজিইডি ভবনে এসে পৌঁছালে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান,সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন, সহকারী প্রকৌশলী সাকিব উল হাফিজসহ কর্মকর্তারা অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে প্রধান প্রকৌশলী জাবেদ করিম ও বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি তোমোহিদি ইচিগুচি টাঙ্গাইল এলজিইডি ভবনের আঙিনায় দুটি গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার প্রকৌশলী, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এলজিইডি ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।