প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম (ভিজিট : ৬৪)
টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার সকালেও বাংলাদেশ জামায়াত ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ সংলগ্ন সড়কের দুই পাশে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর-৫ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ প্রার্থী মোঃ খায়রুল হাসান, জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান খান মাসুদ, কালীগঞ্জ উপজেলা শাখার আমির হাজী আফতাব উদ্দিন, কালীগঞ্জ পৌর শাখার আমির মাওলানা আমিমুল এহসান এবং পৌর কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ হুমায়ুন কবির।
বক্তারা বলেন, টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কটি দুই লেনের হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহনের চলাচল সমস্যার সৃষ্টি করে। ত্রুটিপূর্ণ সড়ক এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে নেতারা দাবি করেন, জনদুর্ভোগ কমানো এবং যাতায়াতের মান উন্নয়নের জন্য টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল-কালীগঞ্জ হয়ে ঘোড়াশাল পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হোক। তারা সতর্ক করে বলেন, যদি বর্তমান সরকার সড়কটি চার লেনে উন্নীত না করে, তবে জামায়াতে ইসলামীর সরকার এলে এটি চার লেনে উন্নীত করা হবে।