শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
প্রথম টেস্ট, তৃতীয় দিন
৫৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা, ৩০১ রানের লিড বাংলাদেশের
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৫:০৮ পিএম   (ভিজিট : ৪৯)
প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪১ ওভারে ৫৮৭/৮ ডি., লিড ৩০১ (নাহিদ ৪*, হাসান ১৩*; সাদমান ৮০, জয় ১৭১, মুমিনুল ৮২, মুশফিক ২৩, লিটন ৬০, শান্ত ১০০, মিরাজ ১৭, মুরাদ ১৬)

আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৯২.২ ওভারে ২৮৬/১০ (ইয়াং ৬*; বালবার্নি ০, স্টার্লিং ৬০, টেক্টর ১, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম্যাকব্রিন ৫, জর্ডান ৩০, হামফ্রিজ ০, ম্যাকার্থি ৩১)

তৃতীয় দিনে চায়ের বিরতিতে থেকে ফিরে মাত্র ৩ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। এর মধ্যে হাসান মুরাদ অষ্টম উইকেট হিসেবে আউট হয়েছেন। তার পর বাংলাদেশের লিড ৩০১ হওয়ার পরই প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক দল। ৮ উইকেট হারানো বাংলাদেশ প্রথম ইনিংসে থেমেছে ৫৮৭ রানে। 

বিশাল স্কোর গড়ার পেছনে অবদান ৫ ব্যাটারের। তাছাড়া এই প্রথম বাংলাদেশের হয়ে টপের ৪ ব্যাটার ফিফটির দেখা পেয়েছেন। মূল ভূমিকা ছিল ওপেনার মাহমুদুল হাসান জয়ের। তৃতীয় দিনে এসে ১৭১ রানে থেমেছেন তিনি। মুমিনুল ফিরেছেন ৮২ রানে। তার পর সেঞ্চুরিতে ইনিংস এগিয়ে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি থেমেছেন শতরানে। লিটনও ফিফটির দেখা পেয়েছেন। করেছেন ৬০ রান। দ্বিতীয় দিন আরেক ওপেনার সাদমান করেছেন ৮০ রান।  

আইরিশদের হয়ে ১৭০ রানে ৫ উইকেট নেন বামহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ। ৭২ রানে দুটি নেন ব্যারি ম্যাকার্থি। একটি নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রিন।     

২৮৯ রানের লিড নিয়ে চায়ের বিরতিতে বাংলাদেশ

তৃতীয় দিনের প্রথম সেশনে ২৬ ওভারে ১০৯ রানে পড়েছে ৩ উইকেট। দ্বিতীয় সেশনেও ২৭ ওভারে ১২৮ রানে পড়েছে আরও ৩টি। সব মিলিয়ে ৭ উইকেট হারালেও এই টেস্টে চালকের আসনে বাংলাদেশ। চায়ের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ৭ উইকেটে ৫৭৫ রান। দ্বিতীয় সেশন শেষে লিড দাঁড়িয়েছে ২৮৯ রানের। ক্রিজে আছেন হাসান মুরাদ ১২* ও হাসান মাহমুদ ১০*। 

মিরাজের আউটে পড়লো সপ্তম উইকেট

দ্বিতীয় সেশনে এসে প্রতিরোধ দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশের। শান্তর আউটের পর দায়িত্ব নিয়ে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ হওয়ার পরও বাজে শট খেলতে গিয়ে ১৭ রানে ক্যাচ আউট হয়েছেন তিনি। তাতে ৫৬১ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।  

সেঞ্চুরির পরই আউট শান্ত

তৃতীয় দিনে মাহমুদুল হাসান জয় ও মুমিনুলের আউটের পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। লিটনের সঙ্গে মিলে যোগ করেন ৯৮ রান। তার আগে মুশফিককে নিয়ে ৭৯ রান যোগ করেছেন। প্রান্ত আগলে ছিলেন বাংলাদেশ অধিনায়ক-ই। তার ব্যাটে ভর করেই লিড আড়াইশ ছাড়িয়েছে বাংলাদেশের। ১২৯তম ওভারে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিলেও একই ওভারে ম্যাকব্রিনের বলে শতরানেই কাটা পড়েন শান্ত। বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায় ৫৪৫ রানে।   

লিটনের আউটে ভাঙলো ৯৮ রানের জুটি

লাঞ্চ থেকে ফিরে দারুণ প্রতিরোধ গড়ে খেলছিলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। পঞ্চম উইকেটে তাদের জুটিতেই প্রথম ইনিংসে পাঁচশ ছাড়ায় দলের স্কোর। লিডও ছাড়ায় দুইশ। এই সময় লিটন দাস ওয়ানডে মেজাজে খেলে তুলে নেন ১৯তম হাফসেঞ্চুরি। তবে ফিফটির পর বেশিক্ষণ টেকেননি তিনি। দলের ৫২৩ রানের সময় হামফ্রিজকে মেরে খেলতে গিয়ে ৬০ রানে ক্যাচ আউট হন লিটন। তাতে ভাঙে ৯৮ রানের দুর্দান্ত একটি জুটি।  

১৬১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

দ্বিতীয় দিন দারুণ ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। জয় সেঞ্চুরি তুলে ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংস উপহার দিয়েছেন। মুমিনুলও তুলে নেন ফিফটি। তৃতীয় দিনের শুরুর দিকে অবশ্য তাদের প্রতিরোধ ভেঙেছেন ম্যাকব্রিন। তাতে ভাঙে ১৭৩ রানের জুটি। শুরুতে জয় আউট হন ক্যারিয়ার সর্বোচ্চ ১৭১ রানে। তার পর মমিনুল ফেরেন ৮২ রানে। 

শুরুর ধাক্কার পরও বাকিটা সময় বাংলাদেশই শাসন করেছে। চতুর্থ উইকেটে ৭৯ রান যোগ করেন নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম। এই জুটিতেই বাংলাদেশের স্কোর চারশ ছাড়িয়েছে। দুর্ভাগ্যজনকভাবে লাঞ্চের কিছুক্ষণ আগে মুশফিক আউট হন ২৩ রানে।    

তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ৩ উইকেট হারালেও লাঞ্চে যাওয়ার আগে লিড দাঁড়িয়েছে ১৬১ রানে। প্রথম সেশন শেষে প্রথম ইনিংসে তাদের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ৪৪৭ রান। শান্ত ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে ৬১ রানে ব্যাট করছেন। সঙ্গে ১৯ রানে অপরাজিত লিটন দাস।  

মুশফিকের বিদায়ে ভাঙলো ৭৯ রানের জুটি

দ্বিতীয় দিন দারুণ খেললেও তৃতীয় দিনের শুরুতেই বিদায় নেন সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। তার পর চারে নামা নাজমুল হোসেন শান্তও দারুণ ব্যাটিং প্রদর্শনী করেছেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। মুশফিকুর রহিমের সঙ্গে মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৭৯ রান। শান্ত আক্রমণাত্মক থাকলেও মুশফিক ছিলেন পুরোপুরি খোলসবন্দী। দলের ৪২৫ রানে হামফ্রিজের দুর্দান্ত ডেলিভারিতে কাটা পড়েন মুশফিক। তাতে লাঞ্চের আগে ভেঙেছে দারুণ একটি জুটি। 

হামফ্রিজের দারুণ ঘূর্ণি বল মুশফিকের ব্যাটের কানায় লেগে চলে যায় বালবার্নির হাতে। অভিজ্ঞ ব্যাটার আউট হন ২৩ রানে।  

তৃতীয় দিনের শুরুতেই ফিরলেন জয়-মুমিনুল

সিলেটে প্রথম টেস্টে ব্যাটিং সহায়ক উইকেটে দারুণ ব্যাটিং প্রদর্শনী করছে বাংলাদেশ। যার মূল কারিগর ছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তার ১৬৯* রানের অসাধারণ ইনিংসে ভর করেই ১ উইকেটে ৩৩৮ রান নিয়ে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছিল। তৃতীয় দিনের খেলা শুরু হতেই দিনের দ্বিতীয় ওভারে তাকে থামিয়েছেন ম্যাকব্রিন। ১৭১ রানে টাকারের গ্লাভসবন্দি হন তিনি। এক ওভার পর কাটা পড়েন মুমিনুল হকও। সেই ম্যাকব্রিনের বলেই ৮২ রানে ক্যাচ তুলে ফেলেন তিনি। তাতে তৃতীয় দিনে ফিরতেই ৩৪৬ রানে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।

হাসান মাহমুদের ১৭১ রান তার ক্যারিয়ার সর্বোচ্চ। তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে গতকাল পুরো দিন ভর আইরিশদের ওপর দাপট দেখিয়ে লিড নেয় বাংলাদেশ। তার আগে আইরিশদের প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে দেয় তারা। 
 
গতকাল পুরো দিনে দুটি ১৫০ ছাড়ানো জুটির অংশ ছিলেন জয়। শুরুতে সাদমান ইসলামের সঙ্গে ১৬৮ রানের জুটি গড়েছেন। তাতে বাংলাদেশের প্রথম সেশন কেটেছে কোনও উইকেট না হারিয়ে। দ্বিতীয় সেশনে এসে সেই জুটি ভাঙে সাদমান ৮০ রানে আউট হলে। তার পর বাকিটা সময় শাসন করেছে জয়-মুমিনুলের জুটি। তৃতীয় দিন এসে ভেঙেছে দুজনের ১৭৩ রানের জুটি। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে: সেনাপ্রধান
সবচেয়ে বেশি ভোটে এগিয়ে বাংলাদেশের মিথিলা
এমবাপের জোড়া গোলে বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স
চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
গাজায় ধ্বংস প্রায় ৩ লাখ বাড়ি, তাঁবুতেই শীত কাটাচ্ছেন ফিলিস্তিনিরা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আলোকিত ব্যক্তিত্ব প্রিয় শিক্ষক আব্দুল মতিন
জনপ্রিয় জাদুশিল্পী প্রিন্স হারুন ফের আন্তর্জাতিক মঞ্চে
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” — বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা
সত্তরের ১২ নভেম্বর এই দিনে প্রাণ হারায় দেড় লক্ষাধিক মানুষ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com