প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:০৭ পিএম (ভিজিট : ২২)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীযতাবাদি দল বিএনপি স্পেন শাখা। গতকাল মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও সিনিয়র যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু, সহ-সভাপতি আব্দুল মোতালেব বাবুল,ইউনুস আলী, সাইদ মিয়া,মোঃআকবর শেখ,আব্দুল আউয়াল খান, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামসু, সিনিয়র সভাপতি কবির আহমেদ, স্পেন বিএনপি'র যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, শহিদুল ইসলাম, সুমন হাওলাদার,স্বেচ্ছাসহ দল স্পেন শাখার সদস্য সচিব আসাদ আলী,স্পেন যুবদল নেতা শাহ আলম, মিনহাজ আহমেদ প্রমূখ। বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন, যা ইতিহাসে বিরল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গণতন্ত্র পুনরুদ্ধারের সুচনা।