বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসের কার্যক্রম মুখথুবড়ে পড়েছে
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:১২ পিএম   (ভিজিট : ২৭)
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক কার্যক্রম বর্তমানে চরম অব্যবস্থাপনার মধ্যে পড়েছে। সকাল ১০টার চিত্রে দেখা যায় অফিসের কর্মকর্তাদের গাড়ি বাইরে পার্কিং অবস্থায় থাকলেও ভিতরে নেই কোনো কর্মকর্তা বা কর্মচারী। খোঁজ নিয়ে জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেস্ট হাউজে অবস্থান করছেন এবং তার ড্রাইভার দাবি করেন তিনি জুম মিটিংয়ে আছেন। প্রশ্ন উঠেছে, অফিস সময়ের মধ্যে রেস্ট হাউজে বসে জুম মিটিং করা কতটা যুক্তিযুক্ত। সকাল ১০টা ১৫ মিনিটে অফিসে ধীরে ধীরে কর্মকর্তারা একজন একজন করে আসতে শুরু করেন, তখনো অফিস সহকারীর রুমে তালা ঝুলছে। অফিসের একজন কর্মচারী জানালেন, আপাতত অন্য কক্ষে বসে অপেক্ষা করতে হবে। যে কক্ষে বসানো হলো সেটি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কক্ষ হলেও তিনি তখনো অফিসে উপস্থিত হননি। চারজন কর্মকর্তার মধ্যে তিনজনই নির্ধারিত সময়ে অফিসে আসেননি, শুধু জেলা শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন কিন্তু তিনি নিজ কক্ষে না বসে রেস্ট রুমে অবস্থান করছিলেন। 

অফিসের উচ্চমান সহকারীর কক্ষ তখনো ফাঁকা, অন্য কর্মচারীরা অফিস সময় অতিক্রমের পর একে একে কর্মস্থলে আসতে দেখা যায়। পরে জেলা শিক্ষা অফিসার রেস্ট রুম থেকে বের হলে তাকে অফিসে বসতে অনুরোধ করা হয় কিন্তু তিনি নিজেকে ব্যস্ত দেখিয়ে এড়িয়ে যান। পরে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সকালে অফিসে সাংবাদিকদের আসা তার কাছে অপ্রত্যাশিত এবং তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন। কর্মকর্তারা নিয়মিত অফিসে দেরি করে আসেন এমন প্রশ্নের জবাবে তিনি অফিস সহকারী ছুটিতে আছেন বলে জানান এবং অন্যদের উপস্থিতির বিষয়টি এড়িয়ে যান। অফিসের আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, এমন দৃশ্য প্রতিদিনই দেখা যায়, কর্মকর্তারা যার যার মতো সময়ে অফিসে আসেন এবং এ বিষয়ে কোনো তদারকি নেই। অপরদিকে রুজিনা আফরোজ নামের এক অভিভাবক বলেন, এমন অফিস কার্যক্রম চললে জেলার শিক্ষা ব্যবস্থা কখনো উন্নত হতে পারে না, এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। সার্বিকভাবে দেখা যাচ্ছে, কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসের কার্যক্রম প্রশাসনিক শৃঙ্খলার অভাবে কার্যত মুখথুবড়ে পড়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
গাংনীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
মেহেরপুরে পুলিশ সুপারের বাস ভবনে অগ্নিকাণ্ড
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ও সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সত্তরের ১২ নভেম্বর এই দিনে প্রাণ হারায় দেড় লক্ষাধিক মানুষ
ত্রিশালে আহলে হাদিসের ৪৪ তম জাতীয় ইজতেমা শুরু আজ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com