বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
নিজের অপকর্ম ঢাকতে সারদেশে বিএনপি লোকজনকে চাঁদাবাজ বানালেন নারায়ণগঞ্জ-৩ এর প্রার্থী মান্নান
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম   (ভিজিট : ৬১)
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান। তবে মনোনয়ন পাওয়ার আগে এবং পরে তার বিরুদ্ধে তার নির্বাচনী এলাকায় উঠেছে নানা অনিয়মের অভিযোগ। অভিযোগ আছে তিনি রাজনৈতিক সভা-সমাবেশে এমনকি সাংবাদিকদের সাথে বেফাঁস মন্তব্য করেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর এক সংবাদ প্রকাশের পর সে বিষয়ে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে টেলিফোনে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, সারাদেশে বিএনপির লোকজন চাঁদাবাজি করে, ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপান হগল করে। লেখতে পারবেন তার নাম? আগে তদন্ত করেন তারপর আমার বিরুদ্ধে লেখেন, না জেনে লিখবেন না। পাঁচ আগস্টের পরে কে কি করছে তার দায় কি আমার ?              

তার বেফাঁস মন্তব্য মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভাইরাল সেই অডিও ক্লিপ পর্যালোচনা করলে দেখা যায়, ‘সাংবাদিক ইমরান দৈনিক মুক্ত খবর, ঢাকা থেকে, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। মোগরাপাড়া চৌরাস্তা ফুটপাতে চাঁদাবাজি, তারপর সরকারী জায়গা, সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড, বাস কাউন্টার ৫ আগস্টের পর আপনার ছেলে টোল প্লাজা দখল করে ৫ কোটি টাকা।’ 
এসময় আজহারুল ইসলাম মান্নান তখন পাল্টা প্রশ্ন করে বলেন, আপনি কোন পত্রিকার সাংবাদিক এই পত্রিকা কই, কোথায় চলে? আগে গিয়া নিজেরা তদন্ত কইরা, হিয়ার পরে পত্রিকায় লেখেন। সাংবাদিক ইমরান বলেন, তদন্ত করে খোঁজ খবর নিয়েই আপনার সাথে কথা বলছি। জবাবে মান্নান বলেন, আমি, আমার পোলায় গিয়া চৌরাস্তা এবং ফুটপাতের সব খাই? জবাবে সাংবাদিক বলেন, এগুলো আপনার লোকজন করেন। জবাবে মান্নান বলেন, সারা বাংলাদেশের বিএনপির লোকজন করে, ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপাইন হগল করে। আন্তাজে না জিগায়া, না জাইনা কেন লেখতাছেন। সাংবাদিক ইমরান বলেন, যারা করে আপনার লোক, আপনার নাম পড়বে। 

মান্নান বলেন, দুই বছর আগে টোল প্লাজার কি হইছে, না হইছে, কারা করছে, আমরা বাপ-পুতে ঢাকা ছিলাম ৫ আগস্টের দিন। আপনারা তদন্ত করে লেখেন আমার নাম আইছে তদন্তে তারা কি কইছে? মান্নান সাবের পোলায়, মান্নান সাবে নিছে গা? শুনেন, না জাইনা ভাই আপনার সাথে তর্ক করতে রাজি না। আপনারা পত্রিকায় লেখবেন, লেহেন গা, যান।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
গাংনীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
মেহেরপুরে পুলিশ সুপারের বাস ভবনে অগ্নিকাণ্ড
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ও সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সত্তরের ১২ নভেম্বর এই দিনে প্রাণ হারায় দেড় লক্ষাধিক মানুষ
ত্রিশালে আহলে হাদিসের ৪৪ তম জাতীয় ইজতেমা শুরু আজ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com