প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম (ভিজিট : ৮৪)
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত মোতাবেক গত ১১ নভেম্বর কেন্দ্রীয় উপ-সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর শেরপুর-১ (সদর) আসনে কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এরপর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ৯ ডিসেম্বর মনোনয়ন বাতিল ও শফিকুল ইসলাম মাসুদকে মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকরা নগরীতে বিক্ষোভ সমাবেশ করে।
এ প্রসঙ্গে যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন, চার মাস আগে অর্থাৎ ১৩ জুলাই যুবদলের পদ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছিলামআমি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছিলাম, একই সঙ্গে দুটি পদে থাকতে না পারায় ওই পদত্যাগপত্র পাঠিয়েছিলাম।