প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:১৯ পিএম (ভিজিট : ২৯)
বলিউড অভিনেতা-প্রযোজক ধর্মেন্দ্রের শারীরিক অবস্থা ঘিরে উদ্বেগ পরিস্থিতির মধ্যে আরেক অভিনেতার অসুস্থতার খবর সামনে এসেছে। বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়াও হাসপাতালে ভর্তি রয়েছেন। ৮ নভেম্বর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বুকে সংক্রমণসহ বার্ধক্যজনিত আরও কিছু সমস্যায় ভুগছেন ৮৯ বছর বয়সী এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে প্রেম চোপড়া জামাতা বিকাশ ভল্লা জানান, বয়সজনিত কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই প্রেম চোপড়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভল্লা বলেন, ‘এটি নিয়মিত চিকিৎসার একটি প্রক্রিয়া। চিন্তার কিছু নেই। কয়েক দিনের মধ্যেই অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।’
এদিকে প্রেম চোপড়ার স্বাস্থ্য নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, অভিনেতা শঙ্কামুক্ত। তার পারিবারিক হৃদ্রোগ–বিশেষজ্ঞ নীতীন গোখলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। প্রেম চোপড়ার হৃদ্যন্ত্রের সমস্যা থাকার পাশাপাশি একটি ভাইরাল সংক্রমণ ও ফুসফুসের সংক্রমণ দেখা দিয়েছে। জলিল পার্কার বলেন, প্রেম চোপড়া আইসিইউতে নেই, সাধারণ ওয়ার্ডে আছেন। আপাতত ঝুঁকি নেই।
পাঞ্জাবি সিনেমা দিয়ে অভিনয়জীবন শুরু হয় তাঁর। ১৯৬০ সালে জাতীয় পুরস্কারজয়ী সিনেমা ‘চৌধুরী কর্নাইল সিং’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। ছয় দশকের বেশি অভিনয়জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রেম চোপড়া।
প্রেম চোপড়া অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘শহীদ’, ‘উপকার’, ‘দো রাস্তা’, ‘দো আনজানে’, ‘দোস্তানা’, ‘ক্রান্তি’। সর্বশেষ রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ এবং ইমরান হাশমির ‘শো-টাইম’-এ দেখা গেছে প্রেম চোপড়াকে। সূত্র: ইন্ডিয়া টুডে