প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম (ভিজিট : ২০)
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা সহ পাঁচ দাবিতে আন্দোলনরত ৮ দলের সমাবেশ শুরু হয়েছে। দলগুলোর শত শত নেতাকর্মী এ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করছেন তারা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে সমাবেশটি শুরু হয়। এর আগে শুরু হয় তিনটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরির কাজ।
যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা আটটি রাজনৈতিক দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
সমাবেশ শুরুর আগে থেকেই পল্টন মোড়ে দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। রাজধানীর বিভিন্ন স্থান হতে মিছিল নিয়ে তারা সমাবেশে যোগ দিচ্ছেন।
জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে আন্দোলনরত দলগুলোর পক্ষে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীরসাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন। দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন।
আন্দোলনরত দলগুলোর দাবিগুলো হলো— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।