প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম (ভিজিট : ৬০)
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সরকার পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার নামক স্থানে স্বপ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদা কান্দা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল যোগে ওই দম্পতি ঢাকার দিকে যাচ্ছিলেন।হাজির বাজার পৌঁছালে পিছন থেকে আসা সরকার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১৫-৭৯৮৯) তাদের মোটরসাইকেল (ঢাকা মেট্টো ল-১৭-২৬৮১)কে ধাক্কা দিলে ওই দম্পতি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার এবং বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দূর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।