প্যারিসের উপকণ্ঠ ক্যাথসীমায় লিগ্যাল এইড মিলনায়তনে গত শনিবার জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কায়েস সামি’র ফ্রান্স সফর উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান জালালাবাদী। অনুষ্ঠান পরিচালনা করেন জাভেদ হুসেন। সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মনোয়ার হুসেন মোজাহিদ ও সহকারী ট্রেজারার আব্দুল কুদ্দুস।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন মুফতি মাওলানা হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আজাদ মিয়া।
এসময় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি আলতাফুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ ছাদ, সহ-সভাপতি জাভেদ হুসেন, সহ-দপ্তর সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাদিরসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
এ ছাড়া ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবীণ মুরব্বি ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সোবহান খান, আব্দুল মালিক মানিক, মোতাব্বির হুসেন, গৌছ উদ্দিন, শামছুর রহমান, জিল্লুর রহমান, নজরুল ইসলাম, মোর্শেদ চৌধুরী, ফেরদৌস করিম আখঞ্জী, এ এম সি রুমেল, মামুন মাহিন, কায়সার আহমেদ, জিসাদ আহমেদ, নাজমুল ইসলাম সায়েম, জানে আলম প্রমুখ।
সভায় বক্তারা জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালিত বিভিন্ন উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে কার্যক্রম পরিচালনা এবং সভাপতির অনুপস্থিতিতে সাধারণ সম্পাদকের একক নেতৃত্বে সংগঠন পরিচালিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ ধরনের অসাংগঠনিক কর্মকাণ্ডের ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মত দেন বক্তারা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
২০২২ সালের বন্যা তহবিলের অর্থ বরাদ্দ ও বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগও সভায় তুলে ধরা হয়।
ভারপ্রাপ্ত সভাপতির ঘোষণায় মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়। পাশাপাশি দীর্ঘদিন সংগঠনে অনুপস্থিত থেকে সভাপতির পদ ধরে রাখার ঘটনাকে সংবিধানবিরোধী উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সভা শেষে আগামী ১৫ নভেম্বর ২০২৫ কেন্দ্রীয় কমিটির সভাপতির উদ্যোগে ফ্রান্স কমিটির অচলাবস্থা নিরসনে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আয়োজকেরা ফ্রান্সের সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।