প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম (ভিজিট : ৫৮)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম উপলক্ষে সাপ্তাহিক ছুটির দিনে, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন মালদ্বীপ যুবদল । শনিবার (৮ নভেম্বর) রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
আফরানুল হক আশিক সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত আহব্বায়ক মো: হাসেম সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক, মো: পরহাদ, মো: ইসমাইল, মো: সিদ্দিক, আমির রায়হান, আব্দদুর রহিম, মো: ইসলাম সদস্য সচিব মো: দেলোয়ার হোসেন সহ প্রায় শতাধিক নেতাকর্মে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা যুবদলকে গণতন্ত্র রক্ষা ও দেশের সার্বভৌমত্বের আন্দোলনে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. তাজুল ইসলাম