প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম (ভিজিট : ১১৩)
নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে পৌর শহরের লেকেরপাড় হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। যা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গো-হাটা বাজারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন।
ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সমাবেশে পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম রব্বানী বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক বজলুল করীম শাহিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্রো, জেলা উলামা দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন শামীম, উপজেলা শ্রমীক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা প্রমূখ।