প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:২৩ পিএম (ভিজিট : ২৫)
যুব উৎসব উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
৮ নভেম্বর শনিবার বিকেলে সরকারি পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন এডিসি (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কামাল।
সরকারি পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সভাপতিত্বে এবং জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি রফিক মজিদ এবং বর্তমানে টিভি ও বাসসসংবাদদাতা জাহিদুল খান সৌরভ প্রমুখ।বিভিন্ন সময়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীসহ মোট 33 জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা 6 জনের দুটি পৃথক গ্রুপে বিভক্ত হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের কাগজের বই পড়ার এবং লাইব্রেরি অনুশীলন করার আহ্বান জানান। একই সময়ে, তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার জন্য তাদের ক্লাসে আরও বেশি পাঠদানের অনুশীলন করার আহ্বান জানানো হয়েছিল। কারণ আগামী প্রজন্মের মেধাবীরাই গড়ে তুলবে স্বাধীন বাংলাদেশ।