বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


প্রবাস
মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ৪১)
মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার  (৭ই, নভেম্বর) দিবসটি উপলক্ষে রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টে বিএনপি মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি জাতীয় জীবনে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার মাইলফলক। তাঁরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতান্ত্রিক দেশগঠনের ভূমিকা স্মরণ করেন। অনুষ্ঠানে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা বিপ্লব ও সংহতির চেতনায় উজ্জীবিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি হোসেন সুমন, শাহ্ আলম, এমরান হোসেন তালুকদার, মো. ফারুক,শাহ আলম,আবদুর রহিম,সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম,রবিউল আলম,দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক ও সহ দপ্তর সম্পাদক আবদুল মান্নান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্না প্রমুখ। সহ মালদ্বীপ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
 
সভাপতির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেন। তিনি আরও বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে; এদের প্রতিহত করতে দেশ-প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে।  

অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
গাংনীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ
গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
মেহেরপুরে পুলিশ সুপারের বাস ভবনে অগ্নিকাণ্ড
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. মো: তৌফিকুল ও সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সত্তরের ১২ নভেম্বর এই দিনে প্রাণ হারায় দেড় লক্ষাধিক মানুষ
ত্রিশালে আহলে হাদিসের ৪৪ তম জাতীয় ইজতেমা শুরু আজ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com