আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফল করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ নভেম্বর ২০২৫ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মিলিত খতমে নবুওয়াত মহাসম্মেলনকে সফল ও বর্ণাঢ্য করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার (৮ নভেম্বর) আয়োজিত সভায় সোনারগাঁয়ের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-উলামা, মাদ্রাসা শিক্ষক, ইমাম-খতীব, ইসলামপ্রেমী তরুণ এবং বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দীন খান। সঞ্চালনা করেন মাওলানা শিবলি সাদিক। উদ্বোধনী বক্তব্য রাখেন মুফতি জহিরুল ইসলাম ফারুকী।
পরিচালনায় ছিলেন, মাওলানা মুফতি সাঈদুর রহমান ও মাওলানা মোহাম্মদ উল্লাহ।
বক্তারা বলেন, খতমে নবুওয়াত মুসলমানের ঈমানের মৌলিক ভিত্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী—এ বিশ্বাস থেকে এক চুলও বিচ্যুতি চলতে পারে না। ভ্রান্ত মতবাদ ও বিভ্রান্তি রোধে জনমত সৃষ্টি এবং আকীদাগত দৃঢ়তা প্রতিষ্ঠাই এ সম্মেলনের মূল লক্ষ্য। বক্তারা কাদিয়ানী সম্প্রদায়সহ যারা শেষ নবীর বিশ্বাস অস্বীকার করে—তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি জানান।
সভায় ১৫ নভেম্বরের আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলনকে সফল করতে সর্বস্তরের মুসলমানদের ঐক্যবদ্ধ উপস্থিতির আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,মুফতি আবু বকর কাসেমী, মাওলানা ফজলুর রহমান কাসেমী, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা কামাল হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা শামীমুল ইসলাম, মুফতি রুহুল আমিন কাসেমী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরুল্লাহ হাশেমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা মাহফুজ খান, মাওলানা আব্দুল মালেক, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা এরশাদুল ইসলাম আলমগীর, মুফতি মাওলানা ইয়াসিন খান, মাওলানা তাফাজ্জল হোসাইন ফরিদী, মাওলানা সাব্বির আহমেদ খান, মাওলানা সাখাওয়াতুল্লাহ মুহিব, মাওলানা মাজহারুল ইসলামসহ আরও অনেকে।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।
এসময় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ড. ইকবাল হোসেন ভূঁইয়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।