প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম (ভিজিট : ৩৭)
ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলায় এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে একাদশী উপলক্ষে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনার জন্য বিপুলসংখ্যক ভক্ত জড়ো হন। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্দির প্রাঙ্গণে শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে উঠছিলেন, হঠাৎই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জনতার চাপে একে অপরের ওপর পড়ে যান অনেকেই। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, মন্দিরের সিঁড়ি ও চত্বরে লাশ পড়ে আছে, অনেকে গুরুতর আহত অবস্থায় ছটফট করছেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থানীয় প্রশাসনকে বড় ভিড়ের বিষয়ে আগে থেকে জানানোও হয়নি বলে জানা গেছে।এমনকি মন্দিরে তখনও নির্মাণকাজ চলছিল।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন। উপমুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ বলেছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। মুখ্যমন্ত্রী নাইডু এক বিবৃতিতে বলেন, ‘এই মৃত্যুগুলো হৃদয়বিদারক। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি প্রতি মৃতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন।
তিনি বলেন, ‘যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।