প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:৩৭ পিএম (ভিজিট : ৪৫)
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দেশের তরুণ জাদুশিল্পীদের বৃহত্তম উৎসব ‘১ম ইয়ুথ ম্যাজিক ফ্যাস্টিভ্যাল-২০২৫’। উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন লঞ্চিং অনুষ্ঠান আজ বিকেল চার ঘটিকায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কনফারেন্স হলে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ এবং অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রিন্স হারুন, সদস্য সচিবের দায়িত্বে ছিলেন সাদাত মামুন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট জাদুশিল্পী ও সংগঠকবৃন্দ — বাংলাদেশ যাদুকর পরিষদের সভাপতি জনাব ছফির উল্লাহ শিকদার, কনসোল ম্যাজিক একাডেমির সভাপতি জনাব ওয়াসেল বিখ্যাত ম্যাজিশিয়ান রাজিব বসাক, জাদু উন্নয়ন পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম রিপন, রবিন মন্ডল, স্বপন দীনার, তপু মনোয়ার, রাজিব শাহানী, আওয়াল ইসলাম অনিক, বিদেশ অধিকারী, সুমন ব্যানার্জি, সজীব হোসাইন ও মোহাম্মদ আলী সামস সহ আরও অনেকে।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন ম্যাজিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালিউল্লাহ খোকন।
আহ্বায়ক প্রিন্স হারুন বলেন, “তরুণ প্রজন্মের প্রতিভাবান জাদুশিল্পীদের একত্রিত করে তাদের মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন। সকলের সহযোগিতা ও ভালোবাসায় আমরা ইনশাআল্লাহ একটি সফল ম্যাজিক ফেস্টিভাল উপহার দিতে পারব।”
উল্লেখ্য, আসন্ন ‘ইয়ুথ ম্যাজিক ফ্যাস্টিভ্যাল-২০২৫আগামী ৩০ নভেম্বর ২০২৫, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এতে থাকছে ম্যাজিক ওয়ার্কশপ, ম্যাজিক প্রতিযোগিতা, ম্যাজিক অকশন, ডিলার বুথ এবং বাংলাদেশের নির্বাচিত জাদুশিল্পীদের গালা শো।
অনুষ্ঠানের শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা ভবিষ্যতের ফেস্টিভাল আয়োজনের পরিকল্পনা ও মতবিনিময় করেন। সকলের উপস্থিতি ও আগ্রহে লঞ্চিং সেরিমনিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।