প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ পিএম (ভিজিট : ৩৮)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মৌচাকের ঢাকা - টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হারিস উজ্জামান এর নেতৃত্বে এ বর্নাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আইয়ুব আলী খান, গাজীপুর জেলা যুবদলের আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, কালিয়াকৈর জার্সাস এর যুগ্ম আহবায়ক মহিন উদ্দিন, আলমগীর হোসেন, টুটুল হোসেন, মোহাম্মদ আলী, ইলিয়াস দেওয়ান, রাসেল সামি, সুমন কাঞ্চন, আনোয়ার হোসেন, জুয়েল মোল্লা, আল- আমিন, আব্দুল মান্নান, সবুজ সিকদার, রাকিব দেওয়ান, আলী, সাইদুর সবুজ প্রমুখ।
বক্তারা জানান, যুবদলের প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি সংকটে সংগ্রামে দায়িত্ব পালন করেছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দেশ ও জাতির প্রয়োজনে যুবদলের নেতাকর্মীরা অকতরে রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে।
দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দেশের যুব শক্তিতে ঐক্যবদ্ধ করতে যুবদল দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল।
শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও যুবদলের একজন নেতাকর্মী লড়াই সংগ্রাম থেকে পিছু হটেননি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে। তাই বিএনপির ৩১ দফা দাবি জনগনের দোয়ারে দোয়ারে পৌঁছায়ে দিতে হবে।