প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৪৪ পিএম (ভিজিট : ১৩৮)
বাংলাদেশের আদর্শ সংস্কৃতি রক্ষায় এবং ভিনদেশী আগ্রাসী সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়েছেন গ্লোবাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনিসুজ্জামান। ২৯ অক্টোবর, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের "সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও আমাদের তরুণ সমাজ" শীর্ষক এক আলোচনা সভা ও গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডাঃ রাজিউন সালমা লাবনীর সভাপতিত্বে এবং সবুজ রায় ও সৌখিন আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত সচিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ। এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য চিকিৎসক ডাঃ চার্লস ডেভিড, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা সৈয়দ শুভ্র, রাজনীতিক ও ব্যবসায়ী এস.এম. আমান উল্লাহ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডঃ আনিসুজ্জামান বলেন, ক্রমেই আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছি। আমরা আপন করে নিচ্ছি ভিনদেশী অপসংস্কৃতি। যা আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে একেবারে বেমানান। প্রধান অতিথি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় ভূমিকা পালনে অনুরোধ করেন।
পীরজাদা শহিদুল হারুন তার উদ্বোধনী বক্তব্যে দেশীয় সংস্কৃতি রক্ষায় স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীর প্রতিটি জাতি- গোষ্ঠীর নিজস্ব কৃষ্টি সংস্কৃতি আছে এবং তারা তা রক্ষায় সচেষ্ট। এসময় তিনি ইসলামী সংস্কৃতির নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান আলোচক সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান তার বক্তব্যে সমাজের নানা অসঙ্গতি ও অপসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রাষ্ট্রীয় ও সামাজিক ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন ফাঁক ফোকর দিয়ে কোন ভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হাইজ্যাক না হয়ে যায়।
অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য মাকসুদেল হোসেন খান -সভাপতি, মাসুদ রানা - সাধারণ সম্পাদক, সবুজ রায় - সাংগঠনিক সম্পাদক ও সৌখিন আজিজকে কোষাধ্যক্ষ মনোনীত করে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের পরিচালনা কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ডঃ আনিসুজ্জামান। শেষ পর্বে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১১ গুণীজনের হাতে তুলে দেয়া হয় সমীকরণ গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।