সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
আগ্রাসী সংস্কৃতি বর্জনের অঙ্গীকারে 'সমীকরণ' কমিটি গঠন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৪৪ পিএম   (ভিজিট : ১৩৮)
বাংলাদেশের আদর্শ সংস্কৃতি রক্ষায় এবং ভিনদেশী আগ্রাসী সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়েছেন গ্লোবাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনিসুজ্জামান। ২৯ অক্টোবর, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের "সুস্থ ধারার সংস্কৃতি চর্চা ও আমাদের তরুণ সমাজ" শীর্ষক এক আলোচনা সভা ও গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডাঃ রাজিউন সালমা লাবনীর সভাপতিত্বে এবং সবুজ রায় ও সৌখিন আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত সচিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীরজাদা শহিদুল হারুন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ। এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য চিকিৎসক ডাঃ চার্লস ডেভিড, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা সৈয়দ শুভ্র, রাজনীতিক ও ব্যবসায়ী এস.এম. আমান উল্লাহ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডঃ আনিসুজ্জামান বলেন, ক্রমেই আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছি। আমরা আপন করে নিচ্ছি ভিনদেশী অপসংস্কৃতি। যা আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে একেবারে বেমানান। প্রধান অতিথি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় ভূমিকা পালনে অনুরোধ করেন।

পীরজাদা শহিদুল হারুন তার উদ্বোধনী বক্তব্যে দেশীয় সংস্কৃতি রক্ষায় স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীর প্রতিটি জাতি- গোষ্ঠীর নিজস্ব কৃষ্টি সংস্কৃতি আছে এবং তারা তা রক্ষায় সচেষ্ট। এসময় তিনি ইসলামী সংস্কৃতির নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান আলোচক সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান তার বক্তব্যে সমাজের নানা অসঙ্গতি ও অপসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রাষ্ট্রীয় ও সামাজিক ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন ফাঁক ফোকর দিয়ে কোন ভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হাইজ্যাক না হয়ে যায়।

অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য মাকসুদেল হোসেন খান -সভাপতি, মাসুদ রানা - সাধারণ সম্পাদক, সবুজ রায় - সাংগঠনিক সম্পাদক ও সৌখিন আজিজকে কোষাধ্যক্ষ মনোনীত করে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের পরিচালনা কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ডঃ আনিসুজ্জামান। শেষ পর্বে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১১ গুণীজনের হাতে তুলে দেয়া হয় সমীকরণ গোল্ডেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রেসসচিব উন্মাদের মতো কথা বলেন: বিটিএমএ সভাপতি
নকলায় বিএনপি'র অফিস ভাংচুর মামলায় ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি কারাগারে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নালিতাবাড়ীতে মসজিদে ঢুকে নেশাগ্রস্তদের হামলা ও ভাংচুর
একজন কর্মীর চোখে মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি: হাজী আমিন উর রশিদ ইয়াছিন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডেন্টেক সাংহাই ২০২৫-এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা
ভোলায় হাত পা বাঁধা অবস্থায় ডোবা থেকে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার
কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
সবজিতে স্বস্তি, ডিম-মুরগিরও দাম কমেছে
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com