প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:১৯ এএম (ভিজিট : ১০০)

"চক্ষু স্বাস্থ্যের কেন্দ্র বিন্দুতে জনসাধারণের, চোখের যত্ন,সবার জন্য”, এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে শহরের মাধবপুর এলাকায়স্থ ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ভিশন সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ভিশন সেন্টারের ভবনের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
ডা: কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল এর অপ্টোমেট্রিস্ট-মো:মনিরুজ্জামান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল এর মেডিকেল অফিসার ডা. ইফ্ফাত আরা প্রিয়া, শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাহমিনা জলিসহ চক্ষু হাসপাতাল বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থী এবং শতাধিক শিশু, বয়স্ক নারী ও পুরুষ রোগীরা উপস্থিত ছিলেন।