প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম (ভিজিট : ৪০)

গাজীপুরের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোলায়মান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহাম্মেদ, মোক্তারপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, কালীগঞ্জ উপজেলা দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক জীবন ধরসহ উপজেলার ৪৩টি পূজামণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।