প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম (ভিজিট : ৪৪)

গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ ও সরকারি জমি দখলমুক্ত করতে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে প্রথম ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ ও পৌরসভা আইনে কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারের মালিক সঞ্জয় ঘোষকে ৫০ হাজার টাকা, তিথি বেকারির মালিক মিলন মিয়াকে ২৫ হাজার টাকা, আদর্শ মিষ্টান্ন ভান্ডারের মালিক দিলীপ চন্দ্রকে ১ হাজার টাকা এবং বাবুল মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোট আদায় করা হয় ৭৭ হাজার টাকা।
একই দিন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমান আদালত কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত হয়। এ অভিযানে সরকারি জমি দখল করে নির্মিত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম জানান, সরকারি সম্পত্তি জবরদখলকারীদের আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। দীর্ঘদিনেও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, সরকারি জমিতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। তবে যারা স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেবে প্রয়োজনে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।