বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
কুড়িগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পানিসম্পদ ও স্যানিটেশন খাতে ব্যাপক অগ্রগতি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ১৬)
কুড়িগ্রাম সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানিসম্পদ ও স্যানিটেশন খাতে জনসচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তারা ইতোমধ্যেই দৃশ্যমান সাফল্য অর্জন করেছে।

ইতোমধ্যে সদর উপজেলার চর ডিজাইন প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াস ব্লগ কার্যক্রম চলছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ২৩৯টি করে স্যানিটারি লেট্রিন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সর্বমোট ১,৮৩২টি লেট্রিন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ৯৬টি গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১০ বাড়ি পানি সরবরাহ ব্যবস্থা এবং ৪০ বাড়ি কমিউনিটি ওয়াটার সাপ্লাই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্য ও নিরাপদ পানির বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

ভোগডাঙ্গা এলাকার সুবিধাভোগী মমিনুল মণ্ডল বলেন, আমরা আগে খোলা জায়গায় বা ঝুঁকিপূর্ণ লেট্রিন ব্যবহার করতাম। এখন আধুনিক স্যানিটারি লেট্রিন পেয়ে পরিবার-পরিজন স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত হয়েছে।
তাইজুল ইসলাম বলেন, এই উদ্যোগে আমাদের এলাকায় পানির সংকট অনেকটাই দূর হয়েছে। নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত হওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি এসেছে।

জাবেদ আলী জানান, আগে সচেতনতার অভাবে আমরা অনেক কিছু বুঝতাম না। এখন জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করায় গ্রামের মানুষ স্বাস্থ্যবিধি মানতে শিখছে।

এ বিষয়ে সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শিখর চন্দ্র রায় বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করছি। প্রতিটি প্রকল্পের লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

স্থানীয়রা মনে করছেন, এই কার্যক্রম অব্যাহত থাকলে কুড়িগ্রাম সদর উপজেলায় পানিসম্পদ ও স্যানিটেশন খাতে এক স্থায়ী পরিবর্তন আসবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শেরপুরে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি, মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত
কালিয়াকৈরে মৌচাকে শুরু হচ্ছে ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী
কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অবৈধ দখল ও অনিয়মে নেই ছাড়, কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
কুড়িগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পানিসম্পদ ও স্যানিটেশন খাতে ব্যাপক অগ্রগতি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ
নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে: প্রধান উপদেষ্টা
ডেমন স্লেয়ার ফ্রাঞ্চাইজির নতুন চমক আসছে
কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে: সালাহউদ্দিন আহমদ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com