বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
দেশের মিডিয়া আজও আগের মতোই নিয়ন্ত্রিত: নাহিদ ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১৫)
দেশের মিডিয়া (সংবাদমাধ্যম) এখনও আগের মতোই নিয়ন্ত্রিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষ্যি হিসেবে দ্বিতীয় দিনের মতো অবশিষ্ট সাক্ষ্য দেন এনসিপির আহ্বায়ক।

সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘‘আমাদের প্রত্যাশা অনুযায়ী মিডিয়া সংস্কার হয়নি। যদিও আমিও দায়িত্বে ছিলাম। মিডিয়া এখনও নিয়ন্ত্রিত বলে আমি মনে করি। ডিজিএফআই আগে যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ বা বিভিন্ন সংবাদ প্রকাশ করতো, এখনও সেই চর্চা রয়েছে। এছাড়া রাজনৈতিক দল ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমি যে সময়টুকু দায়িত্ব পেয়েছিলাম, আমরা গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছিলাম। তাদের দায়িত্ব ছিল— পুরো বিষয়টা সংস্কার প্রস্তাবনা করে সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা। এছাড়া বিভিন্ন অভিযোগে

সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলার পর্যালোচনা নিয়ে মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল। যেন এসব মামলা প্রসঙ্গে আইন মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়। তারা সুপারিশও করেছিল। বাকিটা আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। অর্থাৎ সংবাদকর্মী হিসেবে যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, তাদের বিচারের আওতায় আনা।’’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শেরপুরে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি, মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত
কালিয়াকৈরে মৌচাকে শুরু হচ্ছে ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী
কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অবৈধ দখল ও অনিয়মে নেই ছাড়, কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
কুড়িগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পানিসম্পদ ও স্যানিটেশন খাতে ব্যাপক অগ্রগতি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ
নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে: প্রধান উপদেষ্টা
ডেমন স্লেয়ার ফ্রাঞ্চাইজির নতুন চমক আসছে
কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে: সালাহউদ্দিন আহমদ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com