বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
রাকসু-চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই, নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম   (ভিজিট : ১২)
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই। আশা করা হচ্ছে, দুটি নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, ইতোমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন হবে। আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা দেশের সর্বোচ্চ শিক্ষিতদের প্রতিনিধিত্ব করেন। ভোটাররাও উচ্চশিক্ষিত। সবার অভিজ্ঞতা শেয়ার করেছি। যেহেতু আমাদের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আছে, তাই এখান থেকে পাওয়া অভিজ্ঞতা সেখানেও কাজে লাগবে।

নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কার কথা বলেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখানে তারা কোনো ধরনের শঙ্কার কথা বলেনি।

তারা কী পরামর্শ দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়েছে। যেমন কতগুলো সেন্টার হওয়া দরকার। ভোট গণনা কীভাবে হবে। কালি কীভাবে ব্যবহার করতে হবে এসব ব্যাপারে কথা হয়েছে। দ্রুত ফলাফল ঘোষণার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের ছবিযুক্ত আইডিকার্ড, ভোটার লিস্ট যেন স্বচ্ছ থাকে।

জাকসু নির্বাচনে ফলাফল দিতে তিন দিন সময় লাগার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেখানে হাতে গণনা ও মেশিনে গণনা—দুইভাবে হয়েছে। মেশিনে ভোট গণনায় সময় লাগে না, তাই তারা মেশিনে গণনার পরামর্শ দিয়েছেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি। সব অভিজ্ঞতা তো বলা যাবে না। তবে শিক্ষা নেওয়ার বিষয়গুলো আমরা গ্রহণ করছি।

রাকসু ও চাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক আছে ও তাদের কোনো উদ্বেগ নেই এ বিষয়টা কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই দুইটা নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই। দুইটা নির্বাচনই ভালোভাবে হবে বলে আমরা আশা করছি। সেক্ষেত্রে আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শেরপুরে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি, মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত
কালিয়াকৈরে মৌচাকে শুরু হচ্ছে ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী
কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অবৈধ দখল ও অনিয়মে নেই ছাড়, কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
কুড়িগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পানিসম্পদ ও স্যানিটেশন খাতে ব্যাপক অগ্রগতি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ
নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে: প্রধান উপদেষ্টা
ডেমন স্লেয়ার ফ্রাঞ্চাইজির নতুন চমক আসছে
কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে: সালাহউদ্দিন আহমদ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com