বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
নভেম্বরে ট্রাম্পের আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক থেকে মুক্তির আশায় ভারত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৫)
চলতি বছরের নভেম্বরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ ‘জরিমানা শুল্ক’  থেকে মুক্তি পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তিনি বলেছেন, আগামী ৩০ নভেম্বরের পর এই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার হতে পারে।

কলকাতায় মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি বলেন, আমরা সবাই এই বিষয়ে কাজ করছি। শুল্ক প্রসঙ্গে কিছু বলব। মূল ২৫ শতাংশ পাল্টা শুল্কের সঙ্গে অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানা শুল্ক আরোপিত হয়েছিল। আমি মনে করি, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে দ্বিতীয় ২৫ শতাংশ শুল্ক যোগ হয়েছিল। তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহের অগ্রগতির পরিপ্রেক্ষিতে আমার ধারণা, ৩০ নভেম্বরের পর আর এই জরিমানা শুল্ক বহাল থাকবে না।

তিনি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে এই জরিমানা শুল্ক ইস্যুতে সমাধান আসবে বলে বিশ্বাস করি। আশা করি পাল্টা শুল্ক সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি হবে।

নাগেশ্বরন উল্লেখ করেন, ভারতের রপ্তানি আয়ের পরিমাণ বর্তমানে বছরে ৮৫ হাজার কোটি মার্কিন ডলার, যা ক্রমেই ১ লাখ কোটি ডলারের দিকে এগোচ্ছে। এটি জিডিপির প্রায় ২৫ শতাংশ, যা একটি শক্তিশালী ও উন্মুক্ত অর্থনীতির ইঙ্গিত বহন করে।

চলতি বছর ভারতের ওপর ‘আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনে’ পারষ্পারিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে এই শুল্ক ২৫ শতাংশ থাকলেও পরে তা দ্বিগুণ হয়ে ৫০ শতাংশে পৌঁছায়।

এই শুল্ক ভারতের যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য প্রবেশ বা গুদাম থেকে ছাড় করার সময় কার্যকর হয়েছে। ফলে এখন কার্যত ভারতের আমদানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক প্রযোজ্য।

তবে মার্কিন কাস্টমসের বিজ্ঞপ্তি অনুযায়ী, কিছু পণ্যের ক্ষেত্রে এই বাড়তি শুল্ক কার্যকর হবে না। এর মধ্যে রয়েছে- লোহা ও ইস্পাতজাত পণ্য এবং তাদের কিছু ডেরিভেটিভ, অ্যালুমিনিয়ামজাত পণ্য ও তাদের ডেরিভেটিভ, যাত্রীবাহী গাড়ি (সেডান, এসইউভি, ক্রসওভার, মিনিভ্যান, কার্গো ভ্যান, হালকা ট্রাক) ও এদের যন্ত্রাংশ, আধা-প্রস্তুত তামার পণ্য ও কিছু উচ্চ-প্রক্রিয়াজাত তামাজাত পণ্য।

সূত্র: এনডিটিভি







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শেরপুরে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি, মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত
কালিয়াকৈরে মৌচাকে শুরু হচ্ছে ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরী
কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অবৈধ দখল ও অনিয়মে নেই ছাড়, কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
কুড়িগ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে পানিসম্পদ ও স্যানিটেশন খাতে ব্যাপক অগ্রগতি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ
নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে: প্রধান উপদেষ্টা
ডেমন স্লেয়ার ফ্রাঞ্চাইজির নতুন চমক আসছে
কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে: সালাহউদ্দিন আহমদ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com