সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
পাকিস্তানকে লজ্জায় ফেলে টাইগারদের আত্মবিশ্বাসী জয়
মোস্তাফিজের নতুন রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৯:২৪ PM

শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাসগড়া সিরিজ জয়ের পর গতকাল রবিবার মিরপুরে আত্মবিশ্বাসী হয়ে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে মাঠে নেমেই বাজিমাত করে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে গুটিয়ে দেয় স্রেফ ১১০ রানে। যেটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সফরকারীদের সর্বনিম্ন সংগ্রহ।  বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এই সংস্করণে এটিই দলীয় সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ১২৯/৭, ২০১৬ সালে মিরপুরেই এশিয়া কাপে। পাকিস্তান শেষ ওভারটা শুরু করেছিল ৭ উইকেটে ১১০ রান নিয়ে। ওভারের প্রথম তিন বলেই উইকেট হারিয়ে অলআউট দলটি।

তাসকিনের করা ওভারের প্রথম বলে মেহেদীকে ক্যাচ দেন ফাহিম আশরাফ। পরের বলে রানআউট অভিষিক্ত সালমান মির্জা। তৃতীয় বলে আব্বাস আফ্রিদি ক্যাচ দেন লিটন দাসকে। ৩.৩ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিলেন তাসকিন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার মিরপুরে ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।

এর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটাররা। কেবল তিনজন ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। পাকিস্তানের অভিষিক্ত পেসার সালমান মির্জার প্রথম ওভারেই মিড অনে ফখর জামানকে ক্যাচ দিয়ে ফিরলেন তানজিদ হাসান। এরপর সালমান মির্জার আঘাত। এবার আউট বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে এই উইকেটে কৃতিত্ব দিতে হবে পাকিস্তান অধিনায়ক আগা সালমানের বুদ্ধিদীপ্ত ফিল্ডিং সাজানো আর খুশদিল শাহর অসাধারণ ক্যাচকে। ওয়াইড স্লিপে দাঁড়ানো খুশদিল ডান দিকে ঝাঁপিয়ে বলটাকে মুঠোবন্দী করেন। দ্রুত উইকেট পড়লেও পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়েছেন পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়। 

দুজনের ব্যাটিংয়ে বাংলাদেশ জয়ের দিকে এগিয়ে যায়। ৭ রানে প্রথম ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে ম্যাচটিতে প্রায় বাংলাদেশের হাতের মুঠোয় তুলে নেন পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০ রানের কমে প্রথম ২ উইকেট খোয়ানোর পর তৃতীয় উইকেটে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। আগের রেকর্ড ছিল ৬৯ রান। এরপর আব্বাস আফ্রিদির বলে বোল্ড হন তাওহিদ হৃদয়। পারভেজ হোসেনের সঙ্গে ৭৩ রানের জুটি গড়া হৃদয় ৩৭ বলে করেছেন ৩৬ রান। শেষ পর্যন্ত জাকির হোসেনকে সঙ্গে নিয়ে পারভেজ হোসেন ইমন ৩৯ বলে করেন ৫৭ রান করে অপরাজিত থেকে ম্যাচ জেতান। ফলে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। 







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com