প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৭:৫২ PM
মিরপুরের চেনা কন্ডিশনে ফিরেই যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস খুঁজে পেল বাংলাদেশ। পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা, এবার ঘরের মাঠে যেন সেই প্রতিশোধই নিতে চায় বাংলাদেশ! সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাসকিন-মুস্তাফিজদের সামনে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। তাতে কোনোরকমে একশ রান তুলে অলআউট হয়েছে সফরকারীরা।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১১০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফখর জামান। বাংলাদেশের হয়ে ২২ রানে ৩ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার আজ মিরপুরে ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।
বাংলাদেশ কি পারবে ১১১ রান করে সিরিজে এগিয়ে যেতে।