রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জিএম মাসুদ ঢালী, মিরপুর থেকে
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫:৫১ PM আপডেট: ২০.০৭.২০২৫ ৫:৫৪ PM

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পরিসংখ্যান ভালো নয় বাংলাদেশের। ২২ ম্যাচের মধ্যে জয় মাত্র তিনটিতে। এর মধ্যে দুটি জয়ই এসেছে মিরপুরে। বাকিটি ২০২৩ সালে চীনে। সেই ম্যাচটি অবশ্য মূল দলের ছিল না, এশিয়ান গেমসের।

এশিয়ান গেমসেরটি বাদ দিলে সর্বশেষ ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। আজ যেখানে চতুর্থ জয়ের খোঁজে নামবেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা সেই মিরপুরে। ব্যাটে-বলে লড়াইয়ে নামার আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
 
শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের শেষ ম্যাচের একাদশ থেকে আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। শরীফুল ইসলামের পরিবর্তে আজ সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে পাকিস্তানের হয়ে ৩১ বছর বয়সে অভিষেক হচ্ছে বাঁহাতি পেসার সালমান মির্জার।

বাংলাদেশের একাদশ 
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের একাদশ
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ। 

ছবি: আবু সুফিয়ান রতন







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com