রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা-নেপাল, গ্রুপেই ভারত-পাকিস্তান ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫:১৬ PM

ঢাকায় নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শেষের পথে। আগামীকাল সোমবার ভুটান-শ্রীলঙ্কা এবং বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়ে পর্দা নামবে মেয়েদের এই টুর্নামেন্টের।

সাফের এই আয়োজনের মধ্যেই ঘণ্টা বাজলো এ অঞ্চলের আরেকটি টুর্নামেন্টের। আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ।

৭ দেশের এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান হয়েছে আজ রোববার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। দুই গ্রুপে ভাগ করে হবে এই টুর্নামেন্ট। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।

বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও নেপাল। ‘বি’ গ্রুপে পড়েছে ৪ দল- ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।

সাবেক ফলাফলের ভিত্তিতে দলগুলো চারটি পটে ভাগ করে ড্র আয়োজন করা হয়। স্বাগতিক হিসেবে শ্রীলঙ্কা ও সর্বশেষ চ্যাম্পিয়ন ভারত ছিল প্রথম পটে। দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশকে প্রথমে তোলা হলে তারা পড়ে ‘এ’ গ্রুপে, স্বাভাবিকভাবেই পাকিস্তান যায় ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে। তৃতীয় পট থেকে নেপাল যায় ‘এ’ গ্রুপে এবং ভুটান পড়ে ‘বি’তে। শেষ পটের একমাত্র দল মালদ্বীপও যায় ‘বি’ গ্রুপে, ফলে এই গ্রুপে হয় চারটি দল।

গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপে তিনটি ও ‘বি’ গ্রুপে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

বাংলাদেশ দল টুর্নামেন্ট সামনে রেখে খুব শিগগিরই অনুশীলন শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের লক্ষ্য হবে সেমিফাইনাল নিশ্চিত করা এবং শিরোপার পথে এগিয়ে যাওয়া।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com