প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫:১২ PM
গত রাতে পুলিশের হাতে আটক হয়েছিলেন গায়ক নোবেল। পরে অবশ্য পুলিশ ছেড়েও দেয় তাকে। এসময় নোবেলের সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। এমন খবর ছড়িয়ে পড়ায় প্রতিবাদ করেছেন সালসাবিল। এক ভিডিও বার্তায় তিনি প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে রবিবার দুপুরে সালসাবিল কালের কণ্ঠকে বলেন, ‘আমি নোবেলের সঙ্গে ছিলাম না। আমি সারারাত ঘুমাচ্ছিলাম। সকালে উঠে দেখি আমি নাকি নোবলের সঙ্গে মদ্যপ অবস্থায় ছিলাম, সেই অবস্থায় নাকি পুলিশের হাতে আটক ছিলাম।
এমন খবর ছড়িয়ে পড়ায় আমার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমার আত্মীয় স্বজন সকলেই আমাকে ফোন করে জানতে চাচ্ছে আমি ছাড়া পেয়েছি না। এটা আমার জন্য খুবই বিব্রতকঅর সংবাদ, আমি নোবেলের সঙ্গে ছিলাম না।’
নোবেলের সঙ্গে বিচ্ছেদ না হলেও কোনোপ্রকার যোগযোগ নেই জানিয়ে সালসাবিল বলেন, ‘নোবেলের সঙ্গে আমার কোনো প্রকার যোগাযোগ নেই, দেখাও হয়নি অনেকদিন। কথাও হয় না।’
রাজধানীর কল্যাণপুর এলাকায় এক উবারচালককে মারধর করার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করে পুলিশ। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিরপুর মডেল থানা পুলিশ আটক করে। বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান বলেন, একজন গাড়িচালকের সঙ্গে গায়ক নোবেলের তর্ক-বিতর্ক হয়।
ওই সময় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল বলে আমরা তাকে থানায় নিয়ে আসি। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে মদ্যপান অবস্থায় উবারচালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। তিনি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন।
ওই সময় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল বলে আমরা তাকে থানায় নিয়ে আসি। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে মদ্যপান অবস্থায় উবারচালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। তিনি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন। এ সময় তার সঙ্গে একজন নারীও ছিলেন।
গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তিনি উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। একপর্যায়ে উবারচালকের সঙ্গে তর্কে জড়িয়ে যান নোবেল। পরে উত্তেজিত হয়ে গাড়িচালককে মারধর শুরু করেন তিনি। তবে ওসি বলেছেন, নোবেলকে তাদের কাছে মদ্যপ মনে হয়নি।