রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


আজ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ-পাকিস্তানের একাদশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৩:৫৩ PM

বিশ্রামের যেন ফুরসত–ই মিলছে না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে এসেই দুই দিনের মাথায় তাদের আবারও মাঠে নামতে হচ্ছে। আজ (রোবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

স্বভাবতই ম্যাচ ডে–তে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা শুরু হয়। ব্যতিক্রম নয় এই ম্যাচও। মিরপুরের উইকেটে বোলারদের হাতেই ম্যাচে পার্থক্য তৈরির সুযোগ থাকে বেশি। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের থেকে চেয়ে বাংলাদেশের একাদশে এগিয়ে থাকবেন শেখ মেহেদী হাসান। এ ছাড়া ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের একাদশ নিয়েই টাইগাররা আজও নামতে পারে। 

অন্যদিকে, পাকিস্তান তাদের একাদশে এদিন হুসাইন তালাতের পাশাপাশি অনিভিষিক্ত বাঁ-হাতি পেসার সালমান মির্জাকে সুযোগ দিতে পারে। কারণ বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজের একাদশে থাকা শাদাব খান ও হাসান আলি নেই এবার। বাংলাদেশ-পাকিস্তানের সর্বশেষ সিরিজের মতো বড় রান না–ও দেখা যেতে পারে এই সিরিজে। মিরপুরের পিচ সাধারণত বোলিং সহায়ক এবং টি-টোয়েন্টি ম্যাচ ১৫০ রানের গণ্ডিতে আটকে থাকতে দেখা যায়। 

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে সবমিলিয়ে পাকিস্তানের দ্বারেকাছেও নেই বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দল ২২ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ মাত্র ৩ এবং বাকি ১৯ ম্যাচে জিতেছে পাকিস্তান। দুই দল সবমিলিয়ে ৬টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, এর মধ্যে ৫টিতেই জিতেছে পাকবাহিনী। বাংলাদেশ একমাত্র ২০১৫ সালে অনুষ্ঠিত এক ম্যাচের সিরিজে জিতেছিল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com