রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ফের মেসি ম্যাজিক, বড় জয় মায়ামির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২:১৭ PM

দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়ে ইতিহাস গড়েছিলেন আগেই। মাঝে এক ম্যাচে তিনি গোল পাননি, জয় পায়নি ইন্টার মায়ামিও। সেই বিরতি কাটিয়ে আবারও নিজের স্বভাবজাত জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। দুটি করে গোল ও অ্যাসিস্টে ম্যাচটাই যে মেসিময় করে তুললেন। এমন পারফরম্যান্সে মায়ামি নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে।

আজ (রোববার) ভোরে প্রতিপক্ষের মাঠ স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে নেমে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়েছেন মেসি-আলবারা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এ নিয়ে গত সাত ম্যাচে ছয়বার জোড়া গোল করলেন। আর ৮ ম্যাচে তার গোলসংখ্যা ১৩টি। মেসির এমন ফর্মের সুবাদে ২০২৪ এমএলএস কাপের ফাইনালিস্ট নিউইয়র্ক রেডবুলস রীতিমতো উড়ে গেছে। মায়ামির পক্ষে তিনি ছাড়াও তালাসকো সেগোভিয়া জোড়া ও জর্দি আলবা এক গোল করেছেন। যদিও রেলবুলসকে শুরুতেই গোল করে লিড এনে দিয়েছিলেন আলেক্সান্ডার হ্যাক।

স্বাগতিক আবহে খেলতে নেমে অবশ্য নিউইয়র্ক রেডবুলস শুরুতে দাপট দেখায়। মাত্র ১৫ মিনিটেই আলেক্সান্ডার হ্যাকের গোলে তারা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। তিনি নিজের প্রথম এমএলএস গোল করলেন এমিল ফর্সবার্গের কর্নার কিকে উড়ে আসা বলে। ম্যাচে ফিরতে সময় নেয়নি মায়ামি। ২৪ মিনিটে সতীর্থ আলবাকে কয়েকজনের মাঝখান দিয়ে রক্ষণচেরা একটি পাস বাড়ান মেসি, আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জোরালো শটে স্প্যানিশ লেফটব্যাক সেটি জালে জড়ান। 

মিনিট দুয়েক পরই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় ফ্লোরিডার ক্লাবটি। এবারও মেসির উড়িয়ে মারা ক্রস বক্সে পেয়ে যান আলবা, এরপর তেলাসকো সেগোভিয়া হয়ে সেটি জালে। প্রথমার্ধের যোগ করা সময়েই ভেনেজুয়েলার এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলটি করেন। ফলে ৩-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মায়ামি। মেসি প্রথম স্কোরবোর্ডে নাম তোলেন ৬০ মিনিটে। সার্জিও বুসকেটসের লম্বা পাসে বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি।

১৫ মিনিট বাদেই নিজের সাম্প্রতিক সময়ের জোড়া গোলের দৃশ্যায়ন করলেন মেসি। বেঞ্জামিন ক্রেমাশ্চির পাস পেয়ে বক্সের মাথা থেকে ক্রস নেন লুইস সুয়ারেজ। যা প্রথমে বুক দিয়ে নামিয়ে এনে পরে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আলবিসেলেস্তে তারকা। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোলে ৫-১ গোলে বড় জয় নিশ্চিত হয় মায়ামির।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

পুলিশ হত্যা মামলায় অব্যাহতি পেল কিশোর ফাইয়াজ
ব্যবসার ৪০ বছরে এমন সংকট দেখিনি : এ কে আজাদ
প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা: নাহিদ ইসলাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন
প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনাসহ ২৩ জনের অনুপস্থিতিতেই চলবে বিচার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ
উদযাপিত হলো ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী
ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্সের পরিচিতি সভা
ক্ষমতা নয়, নেতৃত্ব চাই সেবার জন্য: হাজি আশরাফ উদ্দিন
নারায়ণগঞ্জে বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি সফল করতে সোনারগাঁ থানা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com