কালিয়াকৈরে ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু
শোয়াইব মৃধা ,গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৬:৪৩ PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় রুদ্র পাল (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছে।
নিহত রুদ্র পাল কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাল পাড়া এলাকার রাধে পাল নার্থের ছেলে রুদ্র পাল।
এলাকাবাসী সূএে জানা যায় , সকালে রাস্তা পাড়াপার হওয়ার সময় । একটি
সিমেন্ট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায় ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান “দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।