হবিগঞ্জের লোক ভারতে থেকে কানিহারী ইউনিয়ন থেকে ভূয়া জন্ম নিবন্ধনের অভিযোগে বদলী হওয়া কানিহারী ইউপি প্রশাসনিক কর্মকর্তা (বর্তমানে ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা) আব্দুল লতিফের বিরুদ্ধে এবার সরকারী প্রকল্পের কাজ করিয়ে বিল পরিশোধ না করে ওই অর্থ আত্মসাতের অভিযোগের উঠেছে। এছাড়াও প্রকল্পের কাজে ভূয়া ও অতিরিক্ত টাকার ভাউচার করে সরকারী অর্থ আত্মসাতের করেছে বলেও অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে ভূক্তভোগী শাহজালাল ওরফে শাহু লিখিত অভিযোগ করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, ময়মনসিংহের জেলা প্রশাসক ও ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার বারাবরে।
লিখিত অভিযোগ সূত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-নগদ অর্থ) কর্মসূচীর আওতায় ১ম ও ২য় পর্যায়ের উপজেলা ভিত্তিক গৃহীত প্রকল্পের আওতায় ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নে ১২টি প্রকল্পের রাস্তা সংস্কারে মাটি ভরাটের কাজ দেন স্থানীয় বিএনপিনেতা ও ভেকু ব্যবসায়ী মোঃ শাহজালাল ওরফে শাহু কে। কাজ শুরু করার পর থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র ভেকুর তেল খরচ বাবদ চার লাখ ৯৭ হাজার টাকা পরিশোধ করেন তৎকালিন ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ। ভেকু মালিক ও কাজের হিসাব অনুযায়ী ছয় লক্ষাধিক টাকা পাওনা রয়েছে ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফের কাছে।
প্রকল্পগুলো হচ্ছে বালিদিয়া আঃ রহমানের বাড়ী হতে ছফির উদ্দিন খাঁ এর বাড়ী রাস্তা সংস্কার, কানিহারী বহুলাকান্দা শাহা আলমের দোকানের মোড় হতে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা সংস্কার, কানিহারী বহলিকান্দা কারী আব্দুলের বাড়ি হইতে তালতলা ব্রিজ পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ, বিয়াত্ত্বা পাকা রাস্তা হইতে কে.বি.আই রোড পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ, উজ্জা ফকিরের দরগা হইতে সিরাজ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ, ডাক বাঘাদাড়িয়া কেবিআই রোড হতে মাজাহারুল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও সলিংকরণ, জিলকী আব্দুল ফকিরের বাড়ী হতে শাহা মৃর্ধার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারসহ চারটি রাস্তা সংস্কার, আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠের সাথে পুকুরসহ দুটি পুকুর সংস্কার, বড়মা পাকা রাস্তা হইতে জসিমের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত, বালিদিয়া নামাপাড়া পাকা রাস্তার মসজিদ হতে শামসুদ্দিন মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, শামসুদ্দিন মেম্বারের বাড়ী নূরুল ডাক্তারের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, নূরুল ডাক্তারের বাড়ী হতে তমিজ উদ্দিনের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার, শামসুদ্দিন মেম্বারের বাড়ী হইতে হামিদ সেক্রেটারীর বাড়ী পর্যন্ত রাস্তা সংষ্কার, উত্তর কানিহারী পাগলার মোড় হইতে জামে মসজিদ হয়ে বড় পুকুরপাড় পর্যন্ত রাস্তা নির্মাণ, তিরখী ঢালিবাড়ী স্কুল হতে সোহেলদের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ।
প্রকল্পগুলোর কাজ চলতি বছরের জানুয়ারী থেকে শুরু করে শেষ হয় চলতি বছরের মে/২৫ মাসের শেষের দিকে। ভেকুর তেল বাবাদ তিন লাখ উনত্রিশ হাজার টাকা প্রদান করে বাকি টাকা পরিশোধ করতে শুরু করেন টালবাহানা। আজ নয় কাল টাকা দেয় দিচ্ছি করে শুধু তারিখ পরিবর্তন করে ঘুরাতে থাকেন। উপায়ন্তর না দেখে আব্দুল লতিফের কাছ থেকে কৌশলে টাকা আদায়ের জন্য তাঁর মাধ্যমে বিশ হাজার ইট নিয়ে নেন ভেকু মালিক। এর পর থেকে আব্দুল লতিফ শুধু বলতে থাকেন যে, এখনো বিল হয়নি, বিল পায়নি। প্রকল্পের টাকা পেলে দিয়ে দিবো। বিশ্বস্তসূত্রে জানতে পারি যে, তিনি সকল প্রকল্পের টাকা উত্তোলন করেছেন। তখন তাঁকে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করলে মেয়ের বিবাহের কথা বলে আবারও শুধু তারিখ পরিবর্তন করতে শুরু করেন। এরপর থেকে তিনি আর আমার ফোন রিসিভ করছেন না টাকাও পরিশোধ করছেন না। পরবর্তীতে জানতে পারি যে আব্দুল লতিফ কে কানিহারী ইউনিয়ন পরিষদ থেকে বদলী করা হয় ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের। এরপর থেকে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
কানিহারী বহুলাকান্দা শাহা আলমের দোকানের মোড় হতে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আনিছুর রহমান জানান, এ প্রকল্পে বরাদ্ধ ছিল চার লক্ষ টাকা। আমি প্রকল্প চেয়ারম্যান হলেও আমি কোন চেক পায়নি। সচিব আঃ লতিফ ত্রিশাল খবর দিয়ে নিয়ে এসে প্রকল্প রেডি করার কথা বলে পিআইও অফিসে একটি কাগজে স্বাক্ষর নেন। পরে ডিলার মোস্তাকের অফিসে নিয়ে আবার একটি কাগজে স্বাক্ষর নেন। এরপর থেকে সচিব আর কোন কথা বা কাজের খোঁজ দেননি। হঠাৎ করে একদিন একটি ভেকু এসে রাস্তায় মাটি কাটার কাজ শুরু করেন। সচিব আঃ লতিফ চেক উত্তোলন করে নিজের মতো করে প্রকল্পের কাজ করিয়েছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই রাস্তায় ভেকু দিয়ে ৬৯ ঘন্টা কাজ করিয়েছে। যার খরচ এক লাখ চব্বিশ হাজার টাকা। চার লক্ষ টাকার প্রকল্প সোয়া লক্ষ টাকা দিয়ে শেষ করে বাকি টাকা সচিব আত্মসাত করেছে।
অভিযোগের বিষয়ে জানতে বদলী হওয়া কানিহারী ইউপি প্রশাসনিক কর্মকর্তা (বর্তমানে ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা) আব্দুল লতিফ কে বার বার ফোন দিলেও রিসিভ করেন নি।
কানিহারী ইউপি প্রশাসক মুশফিকুর রহমান জানান, সচিব বদলী হওয়ার পর ওই ভেকুর মালিক বিষয়টি আমাকে জানিয়েছেন। ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফের সাথে কথা বলার পরামর্শ দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।