রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


প্রয়োজনে জীবন দেব কিন্তু সার্বভৌমত্বকে কারও হাতে তুলে দেব না: ছাত্রশিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৫:২৩ PM

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা বারবার বলেছি, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আজ আবার বলছি, রক্তচক্ষু ও ভয়ভীতি দেখিয়ে আমাদের আন্দোলন থামানো যাবে না। এক আল্লাহ ছাড়া কেউ আমাদের আন্দোলন বন্ধ করতে পারবে না।

শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ১৯৭৬ সাল থেকে আমরা সৎ ও দক্ষ নাগরিক গঠনের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের প্রথম সভাপতি মীর কাশেম আলী, দ্বিতীয় সভাপতি কামরুজ্জামান এবং দেলোয়ার হোসেন সাঈদিসহ বহু নেতাকে হত্যা করা হয়েছে। জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে।

তিনি বলেন, জুলাই মাস আমাদের ইতিহাসে এক নির্মম অধ্যায়। এই মাস কেবল কষ্টেরই নয়, প্রতিবাদ, প্রতিরোধ ও বিজয়ের প্রতীক। শহীদ পরিবারগুলো বিচারহীনতার এক চরম বাস্তবতার মধ্য দিয়ে দিন পার করছে। জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা- তার জন্য এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, আপনারা (অন্তর্বর্তীকালীন সরকার) কোনো স্বাভাবিক পন্থায় ক্ষমতায় আসেননি। হাজারো ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা আজ ক্ষমতায়। আমাদের সংবিধানের হাইকোর্ট দেখানোর আগে ‘জুলাই সনদ’ ঘোষণা করুন।

শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস ও মাদকের আখড়ায় পরিণত করা হয়েছে। একের পর এক সংস্কার কমিশন গঠন করা হলেও শিক্ষার মৌলিক সংস্কারের জন্য একটি কমিশনও গঠন করা হয়নি। পাশ্চাত্য ও পার্শ্ববর্তী দেশের মূল্যবোধ চাপিয়ে দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। নতুন একটি আদর্শিক, জাতীয় এবং মূল্যবোধনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি। কিন্তু কিছু মহল তা বিলম্বিত করছে, তারা পুরাতন রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমরা বলছি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিন।

সবশেষে তিনি বলেন, এই পথচলা অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে। প্রয়োজনে আবার জীবন দেবো, তবুও দেশের মাটিতে কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথা তুলতে দেবো না। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

এসটিভি বায়ান্ন'র যাত্রা শুরু
ঝিনাইগাতীতে বিএনপি'র নেতা বাদশা'র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
ভালুকায় গাজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সম্ভব কি না, প্রশ্ন তুললেন তারেক রহমান
রাজনৈতিক দলকে বাস সরবরাহের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: সেনাবাহিনী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ
ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্সের পরিচিতি সভা
ক্ষমতা নয়, নেতৃত্ব চাই সেবার জন্য: হাজি আশরাফ উদ্দিন
নারায়ণগঞ্জে বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি সফল করতে সোনারগাঁ থানা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গাজীপুরে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রতিবাদে ওসির প্রত্যাহার চেয়ে মহাসড়ক অবরোধ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com