রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


নির্বাচন হবে সময়মতো, অনিশ্চয়তার কোনও সুযোগ নেই: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:৪১ PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচন যে সময়ে বলা হয়েছে ঠিক সেই সময়ে হবে। আপনারা দেখবেন, একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট একটা নির্বাচন হবে। আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনও ধরনের অনিশ্চয়তা নেই।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) টেডএক্সের একটি অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, ‘নির্বাচন ভালো হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটি ঠিক করা হবে। এবং লেবেল প্লেয়িং ফিল্ড থাকবে সবার জন্য। কোনও প্রার্থী বলতে পারবেন না, তার প্রতি কোনও অন্যায় করা হচ্ছে, নির্বাচনের পরিবেশ পাচ্ছেন না। আমরা পরিবেশ নিশ্চিত করবো। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। নির্বাচন পেছানোর কোনও শঙ্কা নেই। এবং নির্বাচন হবে, খুব ভালোভাবেই হবে।’

পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে এ সময় তিনি বলেন, ‘এ নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কথা হচ্ছে। বুঝতে হবে যে, কথা কিন্তু সবাই বলছে। কেউ কিন্তু কথা থেকে বয়কট করছে না। সবাই কিন্তু ভালো পরিবেশে কোর্ডিয়ালি প্রতিদিন কথা বলছেন। অন্যান্য অনেক দেশে এই সমস্ত কথা দুই-তিন চার বছর লেগে যায়। আমাদের পার্টিগুলো যে ধরনের সিনসিয়ারিটি দেখাচ্ছে তাতে দ্রুত অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে। আমরা দেখি আটটা বিষয়ে ইতোমধ্যেই ঐকমত্যে এসেছে। সাতটি বিষয়ে কথাবার্তা হচ্ছে। তিনটি বিষয়ে এখনও কথাবার্তা হয়নি। কিন্তু আমরা মনে করি, খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে। এবং এর পরেই আমরা আশা করবো জুলাই সনদে সবাই স্বাক্ষর করবেন। এরপর আমরা নির্বাচনের পরিবেশ করবো।’

আন্দোলনে তরুণদের অবদানের কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘শেখ হাসিনার মতো মনস্টারকে হটিয়েছে এ দেশের সোনালি প্রজন্ম। সোনালি প্রজন্ম এজন্য বলছি, কারণ আমরা প্রাপ্ত বয়স্করা কিন্তু পারিনি। তারা চেয়েছিল সংস্কার, তারা দেয়ালে লিখেছে এবং সেটা করে দেখিয়েছে। 

‘দেখবেন বৃষ্টির সময় শেষ হলেই বাংলাদেশের আনাচে-কানাচে নির্বাচনের হাওয়া বইছে। আমি বলবো অনেক বছর বাংলাদেশের ইয়ং ছেলেরা ভোট দিতে পারেননি। এবং আমি বলবো, এবারে তরুণরা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহী থাকবে।’

তিনি আরও বলেন, 'বিগত বছরে সরকার স্বৈরাচারী হয়েছিল আয়নাঘরের মাধ্যমে। বিরোধী মত দমনে আয়নাঘরে পাঠিয়ে দিতো। আমরা চাই না আর কোনও আয়নাঘর তৈরি হোক। ভবিষ্যতে আর যেন কোনও আয়নাঘর তৈরি না হয়।

'একাত্তর এবং জুলাইয়ের পরেও আমাদের সমস্যা হলো দারিদ্র্য। ড. ইউনূস সরকারের লক্ষ্য হলো দারিদ্র্যকে মিউজিয়ামে পাঠানো। আমরা সে লক্ষ্যে কাজ করছি।'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী। এ ছাড়া ছিলেন অ্যাসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ অন্যরা। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

এসটিভি বায়ান্ন'র যাত্রা শুরু
ঝিনাইগাতীতে বিএনপি'র নেতা বাদশা'র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
ভালুকায় গাজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সম্ভব কি না, প্রশ্ন তুললেন তারেক রহমান
রাজনৈতিক দলকে বাস সরবরাহের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: সেনাবাহিনী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ
ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্সের পরিচিতি সভা
ক্ষমতা নয়, নেতৃত্ব চাই সেবার জন্য: হাজি আশরাফ উদ্দিন
নারায়ণগঞ্জে বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি সফল করতে সোনারগাঁ থানা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গাজীপুরে বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রতিবাদে ওসির প্রত্যাহার চেয়ে মহাসড়ক অবরোধ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com