প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:২০ PM
ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের চাঁদাবাজি, ক্ষমতার দাপট প্রদর্শণ, সাধারণ মানুষদের হাট বাজারে যেতে বাধা প্রদান, ব্যবসায়ীদের হুমকি, দোকান ঘর বন্ধ করে দেয়া সহ সাধারণ বিএনপি পন্থী নেতাকর্মীদের মারধর জুলুম নির্যাতনের প্রতিবাদে এবং গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী।
আজ মঙ্গলবার (২৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নটখোলা স্কুলের মোড়ে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নটখোলা গ্রামের মোঃ মঞ্জু মাতুব্বর ও ময়েনদিয়া শ্রীনগর গ্রামের আক্কাছ মাতুব্বর এবং তার লোকজনদের গ্রেফতারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইদ্রিস মাতুব্বর, বিকুল মাতুব্বর, আনোয়ার মোল্যা, পেঁয়াজ ব্যাবসায়ী এস্কেন্দার মুন্সী, মাহিন্দ্র ডাইভার জাহিদ মোল্যা প্রমূখ।
বক্তারা এসময় বলেন, সালথা উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি মুঞ্জু মাতুব্বর. বক্কার মাতুব্বর ও ময়েনদিয়ার আক্কাছ মাতুব্বরের নেতৃত্বে গত দুদিন ধরে নটখোলা গ্রামবাসীদের ময়েনদিয়ে বাজারে গেলেই মারধর করে।উল্লেখ্য মোঃ জাহিদ মোল্যা(৩৫) পিং আনোয়ার মোল্যা,
মুসা সেখ (২৫) পিং আলী মিয়া সেখ। সাজ্জাদ সেখ (২২) পিং আবুল খায়ের সর্ব সাং নটখোলা,সালথা ফরিদপুর, এদের মারধর করা হয়।
আজকে মঙ্গলবারও ময়েনদিয়া বাজার থেকে সবাইকে হুমকি -ধামকি দিয়ে বের করে দেয় তারা। ময়েনদিয়া বাজারে থাকা নটখোলা গ্রামের ব্যবসায়ীদের দোকান পাট বন্ধ করে দেওয়া হয়।
আজ মঙ্গলবার (হাটবার) নটখোলাদের দোকান পাট বন্ধ রয়েছে৷
মোঃ মন্জুর মাতুব্বর দৈনিক সংবাদ প্রতিদিন কে বলেন আমার জানামতে আক্কাছ মেম্বার এর সাথে ঝামেলা হয়েছে আমার সাথে কারো ঝামেলা নাই।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।